আজ মহাসপ্তমী,উৎসবমুখর মহানগরীর পুজো মণ্ডপগুলো

আজ মহাসপ্তমী,উৎসবমুখর মহানগরীর পুজো মণ্ডপগুলো

গুয়াহাটিঃ বছর ঘুরে আবার এলো শারদ উৎসব। শুক্ৰবার ছিল মা দুর্গার বোধন। ষষ্ঠীর সন্ধ্যায় মহানগরী গুয়াহাটি সহ রাজ্যের সর্বত্ৰ দেবী প্ৰতিমা বেদীতে প্ৰতিষ্ঠা করা হয়। ঢাক,কাসর,ঘণ্টা,উলুধ্বনি ও পুরোহিতের মন্ত্ৰ উচ্চারণে মৃন্ময়ী মা চিন্ময়ীতে পরিণত হন। মা বরণেই শুরু হয়ে যায় দুর্গোৎসব। ষষ্ঠীর রাতেই জমে ওঠে মহানগরীর পুজো। বোধন হতে না হতেই মণ্ডপে ঢল নামে ভক্তপ্ৰাণ মানুষের। আলোর রোশনাইয়ে ঝলমল মহানগরীতে অনেক রাত অবধি চষে বেড়ান আমজনতা। সর্বত্ৰ বাঁধ ভাঙা খুশির জোয়ার। ষষ্ঠীর রাত ভালয় ভালয় কেটে যায়। আজ মহাসপ্তমী। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে পুজো শুরু হয়ে গেছে। সাতসকালেই স্নান সেরে কচিকাচাদের নতুন জামা পরে দাপিয়ে বেড়াতে দেখা গেছে বেশকিছু মণ্ডপে। ভক্তপ্ৰাণ মানুষ মায়ের চরণে অঞ্জলি দিয়ে পরিবারের পাশাপাশি সকলের মঙ্গল কামনা করছেন। সমাজের বুক থেকে অশুভ শক্তির বিনাশ এবং শান্তি,সমৃদ্ধি কামনাই দুর্গতিনাশিনীর পুজোর মাহাত্ম্য।

এদিকে আকাশের বুকে আলো-আধারিত খেলা লেগেই আছে। রাজ্যের কোথাও কোথাও ইলেশেগুড়ি বৃষ্টি হয়েছে,কিন্তু ভ্ৰুক্ষেপ নেই কারো। সমস্ত প্ৰতিকূলতাকে পাশে ঠেলে ষষ্ঠীর রাতে বহু মানুষ এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে চষে বেড়িয়েছেন। আবহাওয়া বাধ না সাধলে আজ সপ্তমীর রাতেও মহানগরীর পথে মানুষের চল নামবে-এমনটাই আশা করছেন বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা।

গুয়াহাটি সহ রাজ্যের সব অঞ্চলেই সাবেকিয়ানার সঙ্গে থিম পুজোর সংমিশ্ৰণ দেখা গেছে। তবে আজকাল থিম পুজোর আধিক্যই বেশি। মণ্ডপ সজ্জায় শিল্পীর হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে এক একটা থিম। মহানগরীর বিষ্ণুপুর,বেলতলার লক্ষ্মীমন্দির,কাহিলিপাড়ার ভৈরবতলা,ভাস্করনগর,পান্ডু,মালিগাঁও রেস্টক্যাম্প,লতাশিল,টোকোবাড়ি,কুমারপাড়া পাঁচআলি,আটগাঁওয়ের বীণাপাণি ক্লাব সহ বিভিন্ন পুজো কমিটি রকমারি থিম নিয়ে সাজিয়েছে তাদের মণ্ডপ। অধিকাংশ মণ্ডপের আলোর কাজ আকর্ষণীয় ও মনমাতানো। মৃৎশিল্পীর হাতের পরশে প্ৰাণ পেয়ে উঠেছে প্ৰতিটি দেবী প্ৰতিমা।

কিছু কিছু পুজো কমিটি এবার পরিবেশ প্ৰকৃতিকে থিম করেছে। কেউ বা নিটোল সুন্দর করে নির্মাণ করেছে রাজপ্ৰাসাদ। কাহিলিপাড়ার ভৈরবতলা সর্বজনীন পুজো কমিটির পুজোর থিম জয়পুরের হাওয়ামহল। ভাস্করনগর সর্বজনীন পুজো কমিটি ভারতীয় সিনেমার একশো বছরের ঐতিহ্য থিম হিসেবে উপস্থাপন করেছে তাদের পুজোয়।

শুক্ৰবার মহানগরীর বাজারগুলোতে কেনাকাটার জন্য মানুষের ভিড় উপচে পড়তে দেখা গেছে। হোটেল,রেস্তোরাঁয়ও দেখা গেল বাঁধভাঙা ভিড়।

ওদিকে মহানগরীর রামকৃষ্ণ মিশন,ভারত সেবাশ্ৰম সংঘ ও নারেঙ্গির কালীবাড়ি ইত্যাদিতে সাবেকি পুজোর আয়োজন করা হয়েছে। ভক্তি,নিষ্ঠাই এই পুজোগুলোর মূলমন্ত্ৰ।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ আজ বোধনে শুরু হলো দুর্গা পুজো

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Durga Puja 2019: Bhaskar Nagar to have 100 years of Indian Cinema as theme

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com