হাইস্কুল,হাইমাদ্ৰাসা পরীক্ষার ফল ঘোষিত,শীর্ষ স্থানে মেঘাশ্ৰী বরা,দ্বিতীয় চিন্ময় হাজরিকা,প্ৰত্যাশা মেধি

হাইস্কুল,হাইমাদ্ৰাসা পরীক্ষার ফল ঘোষিত,শীর্ষ স্থানে মেঘাশ্ৰী বরা,দ্বিতীয় চিন্ময় হাজরিকা,প্ৰত্যাশা মেধি

গুয়াহাটিঃ আজ রাজ্যের হাইস্কুল শিক্ষান্ত(মাধ্যমিক)এবং হাই মাদ্ৰাসা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। মাধ্যমিকে প্ৰথম স্থান অধিকার করেছে-লখিমপুরের নারায়ণপুর শঙ্করদেব শিশু বিদ্যা নিকেতনের মেঘাশ্ৰী বরা(৫৯৪)।

দ্বিতীয় স্থান পেয়েছে যোরহাটের বাঘচোং ডনবসকো হাইস্কুলের চিন্ময় হাজরিকা(৫৯৩)এবং গুয়াহাটির সেণ্ট মেরিজ এইচএস স্কুলের প্ৰত্যাশা মেধি(৫৯৩)। শীর্ষ তৃতীয় স্থান দখল করেছে নগাঁওয়ের খ্ৰাইস্ট জ্যোতি স্কুলের আফ্ৰিন আহমেদ(৫৯১)এবং গুয়াহাটি সেণ্ট মেরিজ স্কুলের অনুশ্ৰী ভুঁইয়া(৫৯১)। চতুর্থ স্থান পেয়েছে গুয়াহাটি সেণ্ট মেরিজ স্কুলের কৃষ্টি শইকিয়া(৫৯০)।

পঞ্চম স্থানাধিকারীরা হলো বাক্সার সেণ্ট জন এইচএস স্কুলের ফাল্গুনী শর্মা(৫৮৯),ডিব্ৰুগড়ের বৈরাগী মঠ ডনবসকো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের লবজ্যোতি দাস(৫৮৯),গোলাঘাট জাতীয় বিদ্যালয়ের উপাসা মুদৈ(৫৮৯),লখিমপুরের সেণ্ট মেরিজ হাইস্কুলের তৌসিফ তমান্না রহমান(৫৮৯)এবং নুনমাটির অসম জাতীয় বিদ্যালয়ের প্ৰিয়ংকা কলিতা(৫৮৯)।

ষষ্ঠ স্থানাধিকারীরা হলো বরপেটা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রাজশ্ৰী পাঠক(৫৮৮),বরপেটা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভীপ্সা দাস(৫৮৮),গোয়ালপাড়া সেণ্ট্ৰাল গার্লস হাইস্কুলের সারমিন হাসনাত(৫৮৮),বেজেরার উদয়ন শান্তি নিকেতনের অনুরাগ বর্মন(৫৮৮),পুঠিমারির পায়োনিয়ার অ্যাকাডেমির প্ৰিয়ম কাশ্যপ(৫৮৮)।

সপ্তম স্থানাধিকারীরা হলো লখিমপুরের সেণ্ট মেরিজ হাইস্কুলের অলয় বুড়াগোঁহাই(৫৮৭),লখিমপুর সেণ্টমেরিজ হাইস্কুলের দ্বীপজ্যোতি শর্মা(৬৮৭),নগাঁওয়ের পুরনিগুদাম আরকেবি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অঙ্কুররাজ কাশ্যপ(৫৮৭),নলবাড়ির লিটল ফ্লাওয়ার স্কুলের নিকিতা কলিতা(৫৮৭)

অষ্টম স্থান প্ৰাপ্তদের তালিকায় রয়েছে বাক্সার সেণ্ট জন এইচএস স্কুলের ইভান কাশ্যপ কলিতা(৫৮৬),কামরূপের আগডলা চারালি হাইস্কুলের বরষা ডেকা(৫৮৬),বেবেজিয়া পিকেএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নিশিতা খাটনিয়ার(৫৮৬),নগাঁও সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইশান ভুঁইয়া(৫৮৬)ননৈ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বীপ শইকিয়া(৫৮৬),গৌরীসাগর উচ্চ মাধ্যমিক ইন্ডাস্ট্ৰিয়াল ইনস্টিটিউটের দেবাশ্ৰী শইকিয়া(৫৮৬)।

নবম স্থান অধিকারীরা হলো পাঠশালা শিক্ষাপীঠ আদর্শ হাইস্কুলের হিরকজ্যোতি চৌধুরী(৫৮৫),সিপাঝাড়ের হেপিচাইল্ড ইংলিশ স্কুলের জেফ্ৰিন আরা আহমেদ(৫৮৫),নগাঁও ক্ৰাইস্ট জ্যোতি স্কুলের ইরফান হক(৫৮৫),টিহু বিবেকানন্দ বিদ্যানিকেতনের দ্বীপশেখর কলিতা(৫৮৫)মরানহাটের সেণ্ট জোসেফ হাইস্কুলের অর্চিতা দুয়রা(৫৮৫)।

দশম স্থান প্ৰাপ্তদের তালিকা রয়েছে উত্তর বজালি হাইস্কুলের উদ্দীপ্ত কলিতা(৫৮৩),ডিব্ৰুগড়ের বিএল বেরিয়া সরস্বতী শিশু মন্দিরের অনির্বাণ দত্ত(৫৮৩),গোলাঘাট জাতীয় বিদ্যালয়ের অচ্যুত কুমার চেতিয়া(৫৮৩),হাজোর শঙ্করদেব বিদ্যা নিকেতনের মনীষা মালাকার(৫৮৩),মির্জার অরুণোদয় ইংলিশ মিডিয়াম স্কুলের বিতোপন কলিতা(৫৮৩),হাজাইয়ের ডন বসকো হাইস্কুলের শাগ্নিক বণিক(৫৮৩),নগাঁওয়ের পুরনিগুদাম আরকেবি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মিণ্টু গায়ন(৫৮৩),টিহুর শঙ্করদেব বিদ্যা নিকেতনের দ্বীপজ্যোতি শর্মা(৫৮৩)।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com