ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত দুই মাও জঙ্গি ও এক মহিলা

গুয়াহাটিঃ ছত্তিশগড়ের সুকমা জেলার দান্তেওয়াড়ায় আজ সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদী জঙ্গি ও এক মহিলার মৃত্যু হয়। ভোর পাঁচটা নাগাদ গন্ডেরাস গ্ৰামে জেলা রিজার্ভ গার্ড(ডিআরজি)এবং স্পেশাল টাস্কফোর্সের(এসটিএফ)যৌথ বাহিনী ওই এলাকায় মওবাদীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় উভয় পক্ষের মধ্যে গুলির লড়াই বাঁধে।
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল(নকশাল বিরোধী অভি্যান)এবং দান্তেওয়াড়ার সুপারিনটেনডেন্ট অভিষেক পল্লব বলেন,দান্তেওয়াড়া-সুকমা জেলার সীমান্ত দিয়ে নিরাপত্তা বাহিনী এগিয়ে যাওয়ার সময় বনের মধ্যেই নিরাপত্তারক্ষীদের তাক করে মাও জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। নিরাপত্তা বাহিনীও গুলি চালিয়ে পাল্টা জবাব দেয়। নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থল থেকে একটি ইনসাস রাইফেল ও একটি ১২ বোরের বন্দুক উদ্ধার করেছে। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর কোনও ক্ষতি হয়নি।
এরআগে মহারাষ্ট্ৰের গডচিরোলি জেলার দাদাপুর রোডে মাওবাদীদের শক্তিশালী ল্যান্ডমাইন বিস্ফোরণে গডচিরোলি পুলিশের মাও বিরোধী স্কোয়াড সি-৬০-এর ১৫ জন জওয়ান ও একজন গাড়ি চালক নিহত হয়েছিলেন। ওই বিস্ফোরণে বেশ কজন জওয়ান গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।