Begin typing your search above and press return to search.

নুমলিগড়ে গন্ডারের খড়গ সহ দুই চোরাশিকারি ধৃত

নুমলিগড়ে গন্ডারের খড়গ সহ দুই চোরাশিকারি ধৃত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  6 Sep 2019 1:28 PM GMT

নুমলিগড়ঃ বিশ্বস্ত সূত্ৰে পাওয়া এক খবরের ভিত্তিতে অভি্যানে নেমে নুমলিগড় পুলিশ বুধবার রাতে ৩৯নং রাষ্ট্ৰীয় সড়কের পুববাংলা এলাকা থেকে দুই গন্ডার চোরাশিকারিকে আটক করেছে। এই অভি্যানে নেতৃত্ব দেন নুমলিগড় পুলিশ ফাঁড়ির আইসি মাধুর্য দাদহরা।

পুলিশের মতে,চোরা শিকারিদ্বয়কে কনওয়ার শ্যাম এবং বরসিং হানসে নামে শনাক্ত করা হয়েছে। এরা কার্বি আংলঙের সকিহুলার বাসিন্দা। সূত্ৰটি আরও বলেছে,চোরাশিকারিরা গন্ডারের খড়গ বিক্ৰি করার জন্য নুমলিগড়ের কাছে বাবা খানের কাছেপিঠের এলাকায় যাচ্ছিল। গন্ডারের খড়গটি খদ্দেরকে হস্তান্তরের আগেই ধরা পড়ে যায় দুজন। নুমলিগড় পুলিশ পুববাংলা এলাকা থেকে এদের আটক করে।

পুলিশ পরে গন্ডারের খড়গ,একটি বাইক(নং এএস-০৫-ডি-৩৮৩৫),দুটো মোবাইল হ্যান্ডসেট এবং অন্যান্য আপত্তিজনক কাগজপত্ৰ এদের কাছ থেকে বাজেয়াপ্ত করেছে। ধৃত দুই চোরাশিকারি আরও এক পলাতক চোরাশিকারির নাম উল্লেখ করেছে জেরার মুখে। পলাতক চোরাশিকারিকে পানিকোরা গ্ৰামের মন্টু বুরাগোঁহাই নামে শনাক্ত করা হয়েছে। পুলিশ তৃতীয় চোরাশিকারির খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে। বাজেয়াপ্ত গন্ডারের খড়গটির ওজন প্ৰায় ১ কেজি এবং বাজার মূল্য লাখ খানিক টাকা। পুলিশ ঘটনা সংক্ৰান্তে বন্য প্ৰাণী সুরক্ষা আইনের অধীনে একটি মামলা নথিভুক্ৰ করেছে। চলছে তদন্তও।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ এনআরসি কর্তৃপক্ষের ‘রিজেকশন অর্ডার’ পাওয়ার ১২০ দিনের মধ্যে আপিল করতে পারবেন নামছুটরা

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch Video | 58th Teachers' Day observed at Tinsukia and Digboi

Next Story