Begin typing your search above and press return to search.
উগ্ৰতারা মহোৎসব ২২ মে থেকে

গুয়াহাটিঃ চুরি যাওয়া বিগ্ৰহ উদ্ধার হওয়ার পর মহানগরীর উগ্ৰতারা দেবালয় এখন উগ্ৰতারা মহোৎসবের প্ৰস্তুতি নিচ্ছে। মহোৎসব শুরু হচ্ছে আগামি ২২ মে। উদ্ধার হওয়া বিগ্ৰহটি দেবালয়ের পূর্বের জায়গায়ই পুনঃপ্ৰতিষ্ঠা করা হবে। নতুন করে আসা বিগ্ৰহটি স্থাপন করা হবে পুরনো বিগ্ৰহের পাশে।
উগ্ৰতারা দেবালয়ের দলৈ পরমেশ্বর শর্মা রবিবার এখানে সাংবাদিকদের বলেন,২২ মে মহোৎসব শুরু হচ্ছে এবং শেষ হবে ২৪ মে। ২২ মে বিকেল ৫.৩০ নাগাদ অধিবাসের পর ২৩ মে বিগ্ৰহ স্থাপন করা হবে এবং ২৪ মে মহোৎসবের সমাপ্তি ঘটবে সত্য নারায়ণ পুজোর মাধ্যমে।
Next Story