Begin typing your search above and press return to search.

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন(ইউপিএসসি)রিক্ৰুটমেন্ট ২০২০

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন(ইউপিএসসি)রিক্ৰুটমেন্ট ২০২০

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  27 Jan 2020 12:51 PM GMT

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন(ইউপিএসসি)রিক্ৰুটমেন্ট ২০২০

ইউপিএসসি সংস্থা যেকোনও স্নাতক ডিগ্ৰি থাকা যোগ্য প্ৰার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্ৰ আহ্বান করেছে। ৪২১টি এনফোর্সমেন্ট অফিসার/অ্যাকাউন্টস অফিসারের এই পদগুলি নয়াদিল্লিতে রয়েছে। বিস্তারিত নিচ্বে দেওয়া হলোঃ

পদের নামঃ এনফোর্সমেন্ট অফিসার/অ্যাকাউন্টস অফিসার

শিক্ষাগত যোগ্যতাঃ আইনে স্নাতক/আইনে সুসংহত পাঁচ বছরের ডিগ্ৰি/মাস্টার্স ইন বিজনেস,বিজনেস ম্যানেজমেন্ট/কোম্পানি সেক্ৰেটারি/চাটার্ড অ্যাকাউন্ট অফ/কস্ট অ্যাকাউন্টস এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট।

খালি পদের সংখ্যাঃ ৪২১(এসসি-৬২,এসটি-৩৩,ওবিসি-১১৬,ইডব্লিউএস-৪২,ইউআর-১৬৮)

অভিজ্ঞতাঃ যেকোনও সরকারি অথবা বেসরকারি প্ৰতিষ্ঠান থেকে অ্যাকাউন্টস/আইনি বিষয়ে দুবছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সঃ ৩০ বছর

শেষ তারিখঃ ৩১-০১-২০২০

আবেদন মাশুলঃ প্ৰার্থীদের ২৫ টাকা(পঁচিশ টাকা)যেকোনও শাখা থেকে নগদ অথবা এসবিআই-র নেট ব্যাঙ্কিং সুবিধার মাধ্যমে পাঠাতে হবে। অথবা ভিসা/মাস্টার ক্ৰেডিট/ডেবিট কার্ড ব্যবহার করেও এই মাশুলের টাকা পাঠানো যাবে। এসসি/এসটি/পিএইচ/যেকোনোও সম্প্ৰদায়ের মহিলা প্ৰার্থীদের ফি লাগবে না।

কিভাবে আবেদন করবেনঃ প্ৰার্থীদের এই বিজ্ঞাপনের বিপরীতে শুধু অনলাইন রিক্ৰুটমেন্ট অ্যাপ্লিকেশন(ওআরএ)পাঠাতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখঃ অনলাইনে আবেদনপত্ৰ পাঠানোর শেষ তারিখ ৩১-০১-২০২০ সম্পূর্ণ মুদ্ৰিত আবেদন অনলাইনে দাখিলের শেষ তারিখ ০১-০২-২০২০।

Details: Click Here

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ সিআইএফআরআই রিক্ৰুটমেন্ট ২০২০ ফর জুনিয়র রিসার্স ফেলো

Next Story
সংবাদ শিরোনাম