ইউএসটিএম-এ রবীন্দ্ৰ জয়ন্তী পালিত

ইউএসটিএম-এ রবীন্দ্ৰ জয়ন্তী পালিত
Published on

গুয়াহাটিঃ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে(ইউএসটিএম)বৃহস্পতিবার কবিগুরু রবীন্দ্ৰনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করা হয়। ইউএসটিএম-এর সাংস্কৃতিক ফোরাম এদিনের অনুষ্ঠান আয়োজন করে। বিশিষ্ট রবীন্দ্ৰসংগীত শিল্পী মৌসুমী শিকদার অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপাচার্য ড.পি কে গোস্বামী অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন। বিশ্ববিদ্যালয়ের প্ৰশাসনিক বিভাগের ডিরেক্টর ড. বলেন্দ্ৰ কুমার দাস এবং ইউএসটিএম-এর উপদেষ্টা ড. আর কে শর্মা,ফ্যাকাল্টি সদস্য এবং ব্যাপক সংখ্যক ছাত্ৰ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউএসটিএম-এর ছাত্ৰ এবং মুখ্য অতিথি মৌসুমী শিকদারের পরিবেশিত রবীন্দ্ৰসংগীত ও রবীন্দ্ৰআবৃত্তি অনুষ্ঠানের সৌষ্টব বৃদ্ধি করে। বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক পলি বরগোঁহাইর ধন্যবাদ সূচক প্ৰস্তাবের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com