নাগরিকত্ব প্ৰদানে উদ্বাস্তুদের বাছাইয়ে উত্তরপ্ৰদেশই হবে প্ৰথম রাজ্য

নাগরিকত্ব প্ৰদানে উদ্বাস্তুদের বাছাইয়ে উত্তরপ্ৰদেশই হবে প্ৰথম রাজ্য

লখনৌঃ নতুন নাগরিকত্ব আইন অনু্যায়ী পাকিস্তান,বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা উদ্বাস্তুদের ভারতীয় নাগরিকত্ব প্ৰদানের ক্ষেত্ৰে বাছাইয়ে উত্তরপ্ৰদেশই হবে দেশের মধ্যে প্ৰথম রাজ্য। এই প্ৰক্ৰিয়ায় রাজ্যে অবৈধভাবে বসবাসকারী লোকেদেরও শনাক্ত করা হবে। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব(গৃহ)অবনীশ অশ্বস্থির মতে,পাকিস্তান,বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা যে সকল উদ্বাস্তুরা নাগরিকত্ব ছাড়াই এরাজ্যে দশক থেকে বসবাস করছেন তাদের তালিকা প্ৰস্তুত করার জন্য রাজ্যের ৭৫টি জেলার জেলা ম্যাজিস্ট্ৰেটদের বলা হয়েছে।

কর্মকর্তাটি বলেন,আফগানিস্তান থেকে এরাজ্যে আসা উদ্বাস্তুর সংখ্যা নিতান্তই নগণ্য হবে। তবে পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুর সংখ্যা একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দেশগুলোতে ধর্মীয় নির্যাতনের শিকার হয়েই এরা এখানে এসেছেন।

পাকিস্তান ও বাংলাদেশ থেকে যে সকল উদ্বাস্তু এরাজ্যে এসেছেন তাদের বেশিরভাগকেই পাওয়া যাবে লখনৌ,গহপুর,রামপুর,শাহজাহানপুর,নয়ডা এবং গাজিয়াবাদে। উদ্বাস্তুদের তালিকা প্ৰস্তুত করার প্ৰধান উদ্দেশ্য হচ্ছে রাজ্য সরকারের হস্তক্ষেপে প্ৰকৃত উদ্বাস্তুদের ভারতীয় নাগরিকত্ব প্ৰদানের বিষয়টি সুনিশ্চিত করা। এই প্ৰথম এধরনের একটি তালিকা এরাজ্যে প্ৰস্তুত করা হচ্ছে। নতুন নাগরিকত্ব আইনের(ক্যা)বিধি ব্যবস্থা অনু্যায়ী এদের নাগরিকত্ব মঞ্জুর করা হবে-বলেন অশ্বস্থি।

রাজ্যে অবৈধ মুসলিম অনুপ্ৰবেশকারীদের তালিকা স্বরাস্ট্ৰমন্ত্ৰকের কাছে দাখিল করা হবে। তবে এই সমস্ত লোকেদের তাদের দেশে ফেরৎ পাঠানো হবে কি না সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যে ইতিমধ্যেই ব্যাপক বিক্ষোভ ও প্ৰতিবাদ হয়েছে। বিভিন্ন স্থানে হিংসাত্মক ঘটনায় ২৮ জন প্ৰাণ হারিয়েছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Namghar Samannay Mancha staged protest against CAA 2019 in Golaghat

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com