এনআরসি নিয়ে বিভ্ৰান্তি ছড়াচ্ছে ন্যস্ত স্বার্থান্বেষীরাঃ নকভি

এনআরসি নিয়ে বিভ্ৰান্তি ছড়াচ্ছে ন্যস্ত স্বার্থান্বেষীরাঃ নকভি

রামপুর(ইউপি: রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)ইস্যু নিয়ে কিছু ন্যস্ত স্বার্থান্বেষী লোক অযথা ভয় ও বিভ্ৰান্তি ছড়ানোর চেষ্টা করছে। কেন্দ্ৰীয় সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্ৰী মুক্তার আব্বাস নকভি মঙ্গলবার এখানে একথা বলেন।

তিনি উল্লেখ করেন,সুপ্ৰিম কোর্টের সম্পূর্ণ তদারকিতে ২০১৩ সাল থেকে অসমের এনআরসি প্ৰক্ৰিয়ার কাজ চলছে এবং সেজন্যই এই ইস্যু নিয়ে কোনও ধরনের সাম্প্ৰদায়িক রাজনীতি করা উচিত নয়। তিনি বলেন,একমাত্ৰ অবৈধ অনুপ্ৰবেশ কারীদের চিহ্নিত করার লক্ষ্যেই এনআরসি-র কাজে হাত দেওয়া হয়েছিল। তাঁর মতে,অবৈধ অনুপ্ৰবেশকারীদের আশ্ৰয় দিয়ে জনবিস্ফোরণ ঘটুক সেটা কোনও দেশই চায় না।

‘অবৈধ অনুপ্ৰবেশকারীদের চিহ্নিত করতে কোনওরকম বৈষম্য করা হবে না। জনগণ তাদের নাগরিকত্ব প্ৰমাণে পর্যাপ্ত সু্যোগ পাবেন’। এখানে এক জন সমাবেশে মত বিনিময়কালে কথাগুলো বলেন নকভি।

‘রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)ইস্যু নিয়ে কিছু ন্যস্ত স্বার্থান্বেষী ব্যক্তি জনগণের মধ্যে বিভ্ৰান্তি,ভয় ও আতঙ্ক ছড়ানোর যে চেষ্টা করছে সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। এধরনের অশুভ শক্তিগুলোর চক্ৰান্তের বিরুদ্ধে আমাদের সবসময় সজাগ ও সচেতন থাকতে হবে’-বলেন সংখ্যালঘু দপ্তরের মন্ত্ৰী।

নরেন্দ্ৰ মোদির নেতৃত্বাধীন সরকার এনআরসিকে সম্পূর্ণভাবে রাষ্ট্ৰীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থ সংক্ৰান্ত ইস্যু বলেই বিবেচনা করেছে-বলেন নকভি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Durga Puja 2019: Vijaya Dashami celebrations from Tezpur

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com