প্ৰবীণ অভিনেতা গিরীশ করনাড চলে গেলেন

গুয়াহাটিঃ সোমবারের সকালটা ভারতীয় চলচ্চিত্ৰ ও সৃষ্টিশীল জগতের কাছে খুবই দুঃখের। প্ৰবীণ অভিনেতা,চিত্ৰনাট্য লেখক এবং ভারতীয় চলচ্চিত্ৰ জগতের পিতৃপ্ৰতিম গিরীশ করনাড আজ সকালে মারা গেছেন। ৮১ বছর বয়সী অভিনেতা,চলচ্চিত্ৰ নির্মাতা ও চিত্ৰনাট্য লেখক গিরীশ করনাড দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জীবন যুদ্ধে তাঁকে হার মানতে হলো। রেখে গেছেন স্ত্ৰী,পুত্ৰ ও কন্যাকে। বেঙ্গালুরুর বাড়িতেই শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি।
করনাড বেশকিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ‘এক থা টাইগার’,‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে তাঁকে শেষবার দেখা গিয়েছিল।
প্ৰবীণ অভিনেতা করনাড বিভিন নাটক ও চলচ্চিত্ৰ উপহার দিয়ে গেছেন। নাটক ও চলচ্চিত্ৰ জগতে বিশেষ অবদানের জন্য পদ্মশ্ৰী ও পদ্মভূষণের মতো বিভিন্ন জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। সর্বোপরি তিনি জ্ঞানপীঠ পুরস্কারেও সম্মানিত হয়েছিলেন। তাঁর সৃষ্টিশীলতা ও সক্ষমতা কতটা সুদুরপ্ৰসারী ছিল জ্ঞানপীঠ পুরস্কারই তার প্ৰমাণ।
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্ৰ ও বলিউডে সমান দক্ষতায় বিচরণ করেছেন তিনি। বিশ্ব চলচ্চিত্ৰের অঙ্গনে কন্নড় ছবিকে তিনি যেভাবে তুলে ধরেছেন তার জন্য কন্নড় ফিল্ম সোসাইটি তাঁর কাছে চিরঋণী হয়ে থাকবে। ১৯৭০ সালে কন্নড় ছবি ‘সমস্কারা’তে করনাড প্ৰথম অভিনয় ও চিত্ৰনাট প্ৰস্তুত করেছিলেন। প্ৰথম কন্নড় ছবিতে এই অবদানের জন্য রাষ্ট্ৰপতির গোল্ডেন লোটাস পুরস্কারে সম্মানিত হয়েছিল তিনি।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য কন্নড় ছবির কয়েকটি হলো তাবালিউ নিনাদে ম্যাগানি,চেলুভি ইত্যাদি। উল্লেখযোগ্য হিন্দি ছবির মধ্যে আছে নিশান্ত,মন্থন,স্বামী অ্যান্ড পুকার। তাঁর শেষ উপস্থাপনা সলমন খান অভিনীত টাইগার জিন্দা হ্যায়।