‘বিদেশি’ ঘোষিত সেনা অফিসার সানাউল্লাহর পরিবার ন্যায় চেয়ে হাইকোর্টে যাচ্ছে

‘বিদেশি’ ঘোষিত সেনা অফিসার সানাউল্লাহর পরিবার ন্যায় চেয়ে হাইকোর্টে যাচ্ছে

বকোঃ বকোর বিদেশি ট্ৰাইবুনাল কর্তৃত্ব বিদেশি ঘোষিত প্ৰাক্তন প্ৰবীণ সেনা আধিকারিক মহম্মদ সানাউল্লাহ বর্তমানে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে আটক রয়েছেন। সানাউল্লাহর জ্ঞাতি ভাই এবং প্ৰাক্তন সেনা কর্মী আজমল হক বৃহস্পতিবার বলেন,ট্ৰাইবুনালের ওই রায় ও নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে তারা গৌঁহাটি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন।

আজমল অভিযোগ করেন,অসম পুলিশের সীমান্ত শাখা বকো পুলিশ থানার অফিসার চন্দ্ৰমল দাসের সঙ্গে সানাউল্লাহর বিরুদ্ধে ভুল তদন্ত রিপোর্ট দাখিল করেছে। আজমল আরও অভিযোগ করেন,অসম পুলিশের সীমান্ত শাখার ষড়যন্ত্ৰের জন্য সহস্ৰাধিক নির্দোষ এবং গরিব মানুষ তাদের কেস রেজিস্ট্ৰার বুক বজায় রাখতে পারেননি। তিনি প্ৰশ্ন তোলেন,মহম্মদ সানাউল্লাহ যদি বিদেশি হয়ে থাকেন তাহলে তাঁর স্ত্ৰী ছাড়া দুই কন্যা,এক পুত্ৰ,তাঁর সব বড় ভাইদের নাম এনআরসি-র খসড়ায় অন্তর্ভুক্ত হয়ছে। এটা কি করে সম্ভব-বলেন আজমল।

মহম্মদ সানাউল্লাহর পরিবার গৌহাটি হাইকোর্টে মামলা দাখিল করে এই ঘটনার ন্যায় চাইবেন। প্ৰাক্তন সেনাকর্তা সানাউল্লাহ তিন জ্ঞাতি ভাই মকসদ আলি,আশ্ৰাফুল আনোয়ার হুসেন এবং শহিদুল ইসলাম গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে মহম্মদ সানাউল্লাহর সঙ্গে দেখা করেছেন। এই সফরকালে সানাউল্লাহ ভাইদের বলেছেন তিনি এখন গৌহাটি হাইকোর্টের ন্যায় বিচারের প্ৰতীক্ষায় আছেন। জ্ঞাতি ভাই শহিদুলের মতে,এই ঘটনায় সানাউল্লাহ এখন হতাশায় ভুগছেন। তিনি কখনোই ভাবতে পারেননি নিজের দেশেই তাঁকে বিদেশি ঘোষণা করা হবে। অন্যদিকে সারা অসম সংখ্যালঘু ছাত্ৰ সংস্থার সভাপতি সানাউল্লাহর জন্মস্থান ছয়গাঁও বিধানসভা কেন্দ্ৰের কলহিকাখ গ্ৰাম পরিদর্শন করে অভিযোগ করেন,রাজ্য পুলিশের সীমান্ত শাখা প্ৰতিদিনই বেছে বেছে সংখ্যালঘুদের পিঠে বিদেশির তকমা সেঁটে দিচ্ছে। ‘এর অর্থ হচ্ছে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এবং তাঁর গৃহ বিভাগ সংখ্যালঘুদের বিরুদ্ধে এই চক্ৰান্ত রুখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে’-বলেন আমসু সভাপতি।

এদিকে এই ঘটনার প্ৰেক্ষিতে ভারতীয় সেনা অবসারপ্ৰাপ্ত সেনা অফিসার সানাউল্লাহর পরিবারকে সব রকম আইনি সাহা্য্য দেওয়া প্ৰস্তাব রেখেছে। সানাউল্লাহকে বিদেশি ঘোষণা করে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে রাখায় গুয়াহাটির নারেঙ্গি এলাকার সেনা ইউনিট বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং তারা সানাউল্লাহর পরিবারকে সব ধরনের সাহা্য্য দেওয়ার প্ৰতিশ্ৰুতি দিয়েছে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com