Begin typing your search above and press return to search.

প্ৰবীণ সাংবাদিক বিজয় চোপড়ার মৃত্যুতে শোক

প্ৰবীণ সাংবাদিক বিজয় চোপড়ার মৃত্যুতে শোক

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  4 Jun 2019 7:31 AM GMT

নয়াদিল্লিঃ প্ৰবীণ সাংবাদিক বিজয় কুমার চোপড়ার মৃত্যুতে ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটির সভাপতি জয়ন্ত মেমেন ম্যাথিউ গোটা মুদ্ৰণ মাধ্যমের পক্ষ থেকে গভীর শোক প্ৰকাশ করেছেন। কিছু দিন রোগ ভোগের পর বিজয় চোপড়ার মৃত্যু হয়। এক প্ৰেস বিবৃতিতে এখবর জানানো হয়েছে। ‘আইএনএস-এর এগজিকিউটিভ সদস্য এবং রাজধানী দিল্লিতে ভারতীয় সংবাদপত্ৰ সংস্থার(আইএনএস)রিজিওনেল চেয়ারম্যান হিসেবে চোপড়া একদশকের বেশি সময় কাজ করেছেন। আইএনএস-এর প্ৰতিনিধিত্ব করা ছাড়াও চোপড়া প্ৰেস কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্যও ছিলেন। মুদ্ৰণ মাধ্যম এবং বিজ্ঞাপন জগতে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে’-বলেন তিনি।

জয়ন্ত মেমেন ম্যাথিউ প্ৰয়াত সাংবাদিক বিজয় চোপড়ার পরিবারের প্ৰতি গভীর শোক ব্যক্ত করে বলেন,এই দুঃসময় কাটিয়ে উঠতে ঈশ্বর যেন তাঁর পরিবারকে শক্তি ও সাহস জোগান।

Next Story
সংবাদ শিরোনাম