পানীয় জল দিয়ে গাড়ি ধুয়ে বিপাকে বিরাট

পানীয় জল দিয়ে গাড়ি ধুয়ে বিপাকে বিরাট

নয়াদিল্লিঃ ভারতীয় ক্ৰিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি তাঁর ক্ৰীড়া নৈপুণ্যের জন্য যেমন খ্যাত তেমনি ভালবাসারও পাত্ৰ। কিন্তু গুরুগ্ৰাম পুর নিগমের গুড বুকে নেই বিরাট। খাবার জল দিয়ে গাড়ি ধোয়ার জন্যই বিরাটের প্ৰতি বিরক্ত গুরুগ্ৰাম পুর নিগম। তবে বিরাট একাজে সরাসরি জড়িত নন। বাড়ির কাজের লোকই পুর নিগমের সরবরাহ করা পানীয় জল গাড়ি ধোয়ার কাজে ব্যবহার করেছিল। নিঃসন্দেহে কাজটা ভাল হয়নি। কারণ সারা দেশের বিভিন্ন স্থানে পানীয় জলের অভাবে মানুষ যখন চরম ভোগান্তির মুখে সেইসময় পানীয় জলের এই অপচয় নিশ্চিতভাবে সমালোচনায় ইন্ধন জোগাবে।

কোহলির বাড়ির কোনও পরিচারক খাবার জল দিয়ে যখন গাড়ি ধুচ্ছিলেন ঘটনাক্ৰমে ওই সময়ই পুর অফিসার অকস্মাৎ ওই এলাকায় এসে এই দৃশ্য দেখতে পান। পানীয় জলের এমন অপচয় করায় পুরকর্তা ৫০০ টাকার জরিমানাও চাপান।

কোহলির বাড়িটি রয়েছে গুরুগ্ৰামের ডিএলএফ ফেজ-১এ। ওই এলাকায় বসবাসকারী পড়শিরা অভিযোগ করেছেন,ঘরোয়া সহায়ককে কাজে লাগিয়ে কোহলি প্ৰায়ই এভাবে জলের অপচয় করে থাকেন। কোহলির আধডজন গাড়ি রয়েছে। তাই এভাবে গাড়ি ধোয়ানো চললে কয়েক হাজার লিটার জলের প্ৰয়োজন হবে এবং ওই জল নষ্ট হয়ে যাবে।

এখন গরমের মরশুম। তাই পানীয় জলের চাহিদা তুঙ্গে। তাই জল নষ্ট না করে কিভাবে বাঁচানো যায় প্ৰতিটি মানুষকে তা বুঝতে হবে। দেশের অন্যান্য প্ৰান্তের তুলনায় উত্তর ভারতে জলসংকট যথেষ্ট বেশি। গুরুগ্ৰামেও পানীয় জলের অভাব রয়েছে।

পুর নিগম কোহলির বাড়ি সহ অন্যান্য দশটি বাড়ির বিরুদ্ধে এই একই কারণে জরিমানা চাপায়। গুরুগ্ৰাম পুর নিগম স্পষ্ট করে জানিয়ে বলেছে এধরনের জল অপচয় বরদাস্ত করা হবে না। কেউ এভাবে জল অপচয় করলে কঠোর ব্যবস্থা গ্ৰহণ করা হবে-সতর্ক করে দিয়েছে পুর নিগম।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com