শিশুদের সঙ্গে ‘গালি ক্ৰিকেট’ খেললেন বিরাট

ইন্দোরঃ ভারতীয় ক্ৰিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বিশ্ৰামে থাকাকালে ইন্দোরের বিচোলি মারদানা এলাকায় এক ফোটো শ্যুটের সময় শিশুদের সঙ্গে ‘গালি ক্ৰিকেট’-এ(পথ ক্ৰিকেট)মেতে ওঠেন। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ শেষ হবার পর বিশ্ৰামে ছিলেন কোহলি। ওই সিরিজে ভারত ২-১ জয়ী হয়েছিল। তবে সফরকারী দলের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে কোহলি দলকে নেতৃত্ব দিচ্ছেন। টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২২ নভেম্বর কলকাতায় হচ্ছে এবং এই ম্যাচটি হচ্ছে দিন রাতের,যাতে অংশ নিচ্ছে ভারত।
শিশুদের সঙ্গে পথ ক্ৰিকেটে মেতে ওঠার ভিডিও ও ফোটোশ্যুট ভাইরাল হয়ে যায়। এতে দেখা গেছে কোহলি চেক শার্ট এবং জিনস পরেছেন। শিশুদের সঙ্গে বেশ মস্করা করতেও দেখা গেছে তাঁকে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ এচিয়ান বক্সিং গেমচৰ সোনৰ পদক প্ৰাপ্ত অসমৰ শিৱ থাপা আকৌ এবাৰ উজলি উঠিল ৰাষ্ট্ৰীয় প্ৰেক্ষাপটত
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Wild Jumbo injured two Women in Digboi