অসমে ভোটার ভেরিফিকেশন কর্মসূচিতে ব্যাপক সাড়া

অসমে ভোটার ভেরিফিকেশন কর্মসূচিতে ব্যাপক সাড়া

গুয়াহাটিঃ রাজ্যে ভোটার ভেরিফিকেশন কর্মসূচির(ইভিপি)অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্ৰে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। ভারতের নির্বাচন কমিশন(ইসিআই)এই প্ৰথমবার সারা দেশে ভোটার পরীক্ষা কর্মসূচি চালু করে। গত ১৮ নভেম্বর এই কর্মসূচির সমাপ্তি ঘটেছে। প্ৰাথমিক পর্যায়ে এই প্ৰক্ৰিয়া প্ৰত্যাশানুযায়ী সাড়া ফেলতে ব্যর্থ হয়। তবে শেষের দিকে গোটা প্ৰক্ৰিয়ায় গতি সঞ্চার হতে দেখা গেছে। আনুমানিক ২.২০ কোটি ভোটার এই সু্যোগকে ব্যবহার করেছেন। এরমধ্যে ৫৫ লক্ষ ভোটার,তথ্য সংশোধনের জন্য আবেদন জানিয়েছেন। নাম,জন্মের তারিখ এবং অন্যান্য তথ্যাদি সংশোধনের জন্য আবেদন করেছেন তারা। এদিকে,বর্তমানে ভোটারদের তথ্যাদি সংশোধনের কাজ চলছে এবং এই প্ৰক্ৰিয়া চলবে ৩০ নভেম্বর অবধি। জেলা নির্বাচনী কর্মকর্তারা এই প্ৰক্ৰিয়ার তদারক করছেন।

এই কর্মসূচিতে ব্যাপক সংখ্যক ভোটারের অংশগ্ৰহণের কথা বিবেচনা করে ভারতীয় নির্বাচন কমিশন(ইসিআই)খসড়া সচিত্ৰ ভোটার তালিকা প্ৰকাশের দিন পিছিয়ে দিয়েছে। সংশোধিত সূচি অনু্যায়ী,রাজ্যে সুসংহত খসড়া ভোটার তালিকা ২০১৯-এর ১৬ ডিসেম্বর প্ৰকাশ করা হবে। ভোটার ভেরিফিকেশন কর্মসূচির ভিত্তিতেই প্ৰস্তুত করা হবে এটা।

এদিকে,ইসিআই সব রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের(সিইও)উদ্দেশে(হরিয়ানা,ঝাড়খণ্ড,জম্মু ও কাশ্মীর এবং এনসিবি অফ দিল্লি ছাড়া)ইস্যু করা এক চিঠিতে বলেছে,‘কমিশন ইভিপির অগ্ৰগতির বিষয়টি খতিয়ে দেখেছে এবং এতে লক্ষ্য করা গেছে যে নাম অন্তর্ভুক্তি/বাদ দেওয়া এবং সংশোধনের জন্য ব্যাপক সংখ্যক ফর্ম পাওয়া গেছে যা খসড়া তালিকা প্ৰকাশের আগেই নিষ্পত্তি করতে হবে। তবে কয়েকজন সিইও কমিশনের কাছে বাকি কাজ সম্পন্ন করার জন্য কিছুটা বাড়তি সময় চেয়ে অনুরোধ করেছেন। তাই সবদিক বিবেচনা করে কমিশন ইভিপি-র কাজ সম্পূর্ণ করার জন্য সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সংশোধনের জন্য ভোটাররা আরও একটা সুযোগ পাচ্ছেন। সেটি হচ্ছে ২০১৯-এর ১৬ ডিসেম্বর থেকে ২০২০-র ১৫ জানুয়ারি পর্যন্ত। ওই সময়ে দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ সম্পূর্ণ করা হবে। ২০২০-র ৪ ফেব্ৰুয়ারির মধ্যে সাপ্লিমেন্ট প্ৰস্তুতি সম্পন্ন করা যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্ৰকাশিত হবে ২০২০-র ৭ ফেব্ৰুয়ারি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Broad day light robbery in Digboi, Miscreants loot cash Rs 1.60 lakh

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com