‘ওয়ার’ ছবিতে অভিনয় করে ঋত্বিক,টাইগার ৩০০ কোটির ক্লাবে

‘ওয়ার’ ছবিতে অভিনয় করে ঋত্বিক,টাইগার ৩০০ কোটির ক্লাবে

ঋত্বিক রোশন এবং টাইগার শ্ৰফ অভিনীত ‘ওয়ার’ ছবিটি ২০ দিনেরও কম সময়ের মধ্যে বক্স অফিসে ৩০০ কোটির মার্ক ছাড়িয়ে গেছে। সিদ্ধার্থ আনন্দের পরিচালিত ছবিটি ২০১৯-এ ইতিমধ্যেই সর্বোচ্চ আয়কারী ছবি হিসেবে উঠে এসেছে। ছবিটি মুক্তি পাওয়ার ১৯ দিনের মধ্যে অ্যাকশন থ্ৰিলাররা ৩০০ কোটির ক্লাবে প্ৰবেশ করতে সক্ষম হন। এই প্ৰথম ঋত্বিক ও টাইগারের অভিনয় ব্যাপক সংখ্যক দর্শক টানতে সক্ষম হয়। টাইগার এবং ঋত্বিকের কাছে এটাই প্ৰথম ৩০০ কোটির ছবি। এলিট ক্লাবে ‘দঙ্গল’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির মতোই লাইকস অর্জন করেছে ‘ওয়ার’।

সলমন খান,আমির খান,শাহিদ কাপুর,রণবীর সিং,রণবীর কাপুর এবং প্ৰভাস ইতিমধ্যেই ৩০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছেন। তাদের মতো ঋত্বিক ও টাইগার এই প্ৰথম ৩০০ কোটির ক্লাবে প্ৰবেশ করলেন।

ট্ৰেড অ্যানালিস্ট তারন আদর্শ ওয়ার-এর বক্স অফিসের ফিগারটি শেয়ার করেছেন। ছবির পারফরম্যান্স দুর্দান্ত হয়েছে বলে বর্ণনা করেছেন তিনি। ‘ওয়ার’ ইতিমধ্যেই বেশকটি রেকর্ড গড়েছে। তিনি বলেন,ইন্ডাস্ট্ৰির জন্য বিগ বাজেটের ছবি খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো ব্যাপক হারে দর্শক টানে এবং চলচ্চিত্ৰ ব্যবসাকে চাঙ্গা করে তোলে।

তিনি আরও বলেন,এধরনের ছবি দর্শকদের মধ্যে ছবি দেখার অভ্যেস গড়ে তোলে। ভারতে ডিজিটেল মাধ্যম শক্তিশালী হয়ে ওঠায় দর্শকদের কাছে এধরনের মাঝারি রেঞ্জের এবং মেট্ৰো কেন্দ্ৰিক ছবির গুরুত্ব অনেক বেড়ে গেছে।

ছবিটি ঋত্বিক,টাইগারের লাইফ টাইম বিজনেসকে ছাপিয়ে গেছে। ছাপিয়ে গেছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের পূর্বের ছবির আয়ের পরিমাণ। ছবিটি মুক্তি পাওয়ার প্ৰথম দিন ৫১.৬০ কোটি এবং দ্বিতীয় দিনে ২৩.১০ কোটি টাকা আয় করে। ছবিটি সাতটি নতুন রেকর্ড গড়েছে। মুক্তি পাওয়ার প্ৰথম দিনেই সর্বোচ্চ পরিমাণ আয় করেছে ছবিটি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Police Operation in Nagaon, One arrested along with arms

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com