Begin typing your search above and press return to search.

‘আমরা কখনোই ক্যাব মেনে নেবো না’-আসু ও নেসো

‘আমরা কখনোই ক্যাব মেনে নেবো না’-আসু ও নেসো

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  16 Nov 2019 8:35 AM GMT

গুয়াহাটিঃ সংসদের শীত অধিবেশনের আর মাত্ৰ দুদিন বাকি। তাই বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)নিয়ে দিল্লিতে জল্পনা কল্পনা এখন তুঙ্গে। কেন্দ্ৰের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্যাব আনতে দৃঢ়প্ৰতিজ্ঞ। কেন্দ্ৰের এই প্ৰস্তাবের বিরুদ্ধে উত্তর পূর্বাঞ্চল ও অসমের প্ৰথম সারির ছাত্ৰ সংগঠনগুলি ফের সোচ্চার হয়ে উঠেছে। অসম এবং উত্তর পুবের সর্বোচ্চ ছাত্ৰ সংগঠন,সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)এবং উত্তরপূর্ব ছাত্ৰ সংগঠন(নেসো)বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)এই অঞ্চলে ‘বলপূর্বক চাপানোর’ বিরুদ্ধে কেন্দ্ৰীয় সরকারকে সতর্ক করে দিয়েছে।

নেসো আগামি ১৮ নভেম্বর উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজধানী শহরে ক্যাবের বিরুদ্ধে প্ৰতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। অসমের অর্থমন্ত্ৰী তথা উত্তর পূর্ব গণতান্ত্ৰিক জোটের(নেডা)আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা শুক্ৰবার এখানে ক্যাবের পক্ষে যে বিবৃতি দিয়েছেন তাতে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ করেছে উভয় ছাত্ৰ সংগঠন। আসু এবং নেসোর নেতারা বলেছেন,কেন্দ্ৰের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার সংসদের আসন্ন শীত অধিবেশনে ক্যাব আনার বিষয়টি নিয়ে দুবার ভাবা উচিত। উল্লেখ্য ১৮ নভেম্বর থেকে সংসদের শীত অধিবেশন শুরু হচ্ছে। আসুর সভাপতি দীপাঙ্ক কুমার নাথ শুক্ৰবার এখানে প্ৰচার মাধ্যমকে বলেন,‘আমরা ক্যাব কখনও মেনে নিইনি এবং এখনও মেনে নেবো না’।

আসুর সাধারণ সম্পাদক লুরিনজোতি গগৈ অঙ্গুলি সঙ্কেত করে বলেন,‘ক্যাব আসলে অবৈধ অনুপ্ৰবেশকারীদের পক্ষেই যাচ্ছে। আর এই একটা কারণেই স্থানীয় খিলঞ্জিয়া সংগঠনটি আন্দোলন চালিয়ে আসছে। ক্যাবের বিরোধিতা পুরোদস্তুর চলবে’।

ক্যাব আনার প্ৰস্তাবে যে হুমকির সৃষ্টি হয়েছে সে সম্পর্কে ছাত্ৰ নেতারা বলেন,‘সংসদে যদি ক্যাব পাস হয় তাহলে অসম চুক্তির মূল উদ্দেশ্যটাই অবলুপ্ত হয়ে যাবে। বিদেশি নাগরিকের বিরুদ্ধে আন্দোলনে যে ৮৫৫ জনেরও বেশি যুবক শহিদ হয়েছেন তাঁদের সেই ত্যাগ বৃথায় পর্যবসিত হবে। আমরা কখনোই এটা হতে দিতে পারি না’।

এদিকে নেসোর উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য সংগঠনের সাধারণ সম্পাদক সিনাম প্ৰকাশ এবং এর চেয়ারম্যান স্যামুয়েল জিরওয়ার সঙ্গে এক যৌথ বিবৃতিতে বলেন,‘ক্যাব অসাংবিধানিক। এটা উত্তর পূর্বাঞ্চলের স্থানীয় মানুষের ভাষা ও সংস্কৃতির ক্ষেত্ৰে হুমকিস্বরূপ। কেন্দ্ৰীয় সরকার যদি জোর করে উত্তর পূর্বাঞ্চলের ওপর ক্যাব চাপিয়ে দেয় তাহলে সেটা উত্তর পূর্বাঞ্চলের জনগণকে ভারতের মূলস্ৰোত থেকে বিচ্ছিন্ন হতে মনস্তাত্ত্বিক দিক থেকে প্ৰভাব ফেলবে।

নেসো নেতারা আরও বলেছেন,দিল্লির নেতারা দেশের পূর্ব সীমান্ত শুধু পশ্চিমবঙ্গ পর্যন্ত বলে কেন মনে করেন? উত্তর পূর্বাঞ্চলও যে ভারতের অবিচ্ছেদ্য অংশ কেন তারা সেটা ভুলে যান।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ‘ক্যাব’ ৪ থেকে ৫ লক্ষ মানুষের সমস্যা সমাধান করবেঃ হিমন্ত

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: North Jamuguri PHC Doctor along with accomplice arrested for keeping illegal weapons

Next Story
সংবাদ শিরোনাম