রাজনৈতিক দলগুলির ওপর আমাদের আস্থা নেইঃ আসু

রাজনৈতিক দলগুলির ওপর আমাদের আস্থা নেইঃ আসু

গুয়াহাটিঃ কংগ্ৰেস এবং বিজেপিকে সরাসরি দোষারোপ করে আসু(সারা অসম ছাত্ৰ সংস্থা)বলেছে,‘কংগ্ৰেস আইএমডিটি আইন এনে অসমে বাংলাদেশিদের সুরক্ষা দিয়েছে। বিজেপি সরকার নাগরিকত্ব সংশোধনী আইন(ক্যা)এনে একই পস্থা নিয়েছে’। শুক্ৰবার দ্য সেন্টিনেলের সঙ্গে কথা বলতে গিয়ে আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বলেন,কেন্দ্ৰে কংগ্ৰেস এবং বিজেপি শাসন চালিয়েছে। দিশপুরের গদিতে কংগ্ৰেস,অগপ ও বিজেপিকে শাসন চালাতে দেখা গিয়েছে। কিন্তু অসম চুক্তি স্বাক্ষরের ৩৪ বছর পরও কোনও একটি সরকার তা সাফল্যের সঙ্গে রূপায়ণ করেনি। ‘এধরনের রাজনৈতিক দলগুলির প্ৰতি আমাদের আর আস্থা নেই। এই সরকারগুলি যে সব প্ৰতিশ্ৰুতি দিয়েছিল তা বাস্তবায়িত করতে তারা ব্যর্থ হয়েছে। এই সরকারগুলির কোনওটি অসম চুক্তির প্ৰতি উপযুক্ত গুরুত্ব দেয়নি’। সম্প্ৰতি দিল্লিতে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহর সঙ্গে বৈঠকে আসু নেতারা নাগরিকত্ব সংশোধনী বিলের(সিএবি)সক্ৰিয়ভাবে বিরোধিতা করেননি বলে কয়েকজন বিজেপি নেতা যে মন্তব্য করেছেন সে ব্যাপারে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে ভট্টাচার্য বলেন,ক্যা নিয়ে স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর সঙ্গে বৈঠকের সময় মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল ও অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মাও উপস্থিত ছিলেন। আমরা ওই বৈঠকে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী শাহকে পরিষ্কার বলেছিলাম আমরা ক্যা মেনে নেবে না। এতে কোনও দ্বিমত নেই।

‘আমরা প্ৰধানমন্ত্ৰী অথবা স্বরাষ্ট্ৰমন্ত্ৰীকে অসমে এসে সিএএ(ক্যা)নিয়ে আমাদের সঙ্গে খোলাখুলি বিতর্কে বসতে অনুরোধ জানাচ্ছি। তাহলে ক্যা অসমের মানুষের জন্য কেন ক্ষতিকারক,তার যথোচিত কারণ আমরা প্ৰধানমন্ত্ৰী বা স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর কাছে তুলে ধরতে পারবো। অসমের গুরুত্বপূর্ণ ইস্যুগুলি নিয়ে রাজনীতি না করতে আমরা রাজনৈতিক দলগুলিকে আবেদন জানাচ্ছি’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Mime Artist & Cotton University Student Ebraham Khalil staged protest against CAA in Guwahati

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com