ভুয়া খবর এবং ভুয়া তথ্য কি?

আমাদের সকলের মনে উদ্ভব হওয়া একটি প্ৰশ্ন হলো ভুয়া খবর বা ভুয়া তথ্য কি? আসুন এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করি। সাম্প্ৰতিক সময়ে গণমাধ্যম জনগণের মতামত প্ৰকাশের একমাত্ৰ মঞ্চ হয়ে পড়েছে। সমাজে একজন অন্য একজনের সঙ্গে যোগা্যোগ গড়ে তোলার সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে ফেসবুক। ফেসবুকের মাধ্যমে আমরা যেকোনও সময় বাড়ি অথবা অফিস,কাছাড়িতে মানুষের সঙ্গে যোগা্যোগ করতে পারি। মানুষ সম্প্ৰতি ভুয়া খবর প্ৰচারে ফেসবুক,হোয়াটসঅ্যাপের ভূমিকা কি সে সম্পর্কে অধিক সক্ৰিয়। জনসাধারণ সম্প্ৰতি ফোটো,ভিডিও ইত্যাদির প্ৰতি অধিক সাবধানতা অবলম্বন করছেন। ভুয়া খবর জনজীবনে বিপদ ডেকে আনে তাই ফেসবুক এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। কারণ ভুয়া খবরের জন্য বিগত সময়ে বহু ঘটনা ঘটে গেছে। ২০১৬ সালের নির্বাচনে ফেসবুক,হোয়াটসঅ্যাপের মতো গণমাধ্যমের প্ৰভাব পড়েছিল। ভুয়া খবর ওই সময়ে ভোটারদের মধ্যে এক বিশেষ পরিস্থিতির সৃষ্টি করেছিল। তাই ওই সময় ফেসবুক কোনও নির্বাচন প্ৰসঙ্গে কোনও ধরনের তথ্য প্ৰকাশ না করার সিদ্ধান্ত নেয়। সম্প্ৰতি ফেসবুক ও গুগল কোনও ধরনের রাজনৈতিক দলকে সমর্থন করে না।
ভুয়া তথ্য কি?
যে সব খবরে প্ৰকৃত তথ্য প্ৰকাশ না করে ভুয়া তথ্য প্ৰকাশ করা হয় অথবা মানুষের সামনে প্ৰকৃত তথ্য তুলে ধরে না সেটাই ভুয়া তথ্য। এক্ষেত্ৰে ফেসবুক বিভিন্ন পদক্ষেপ গ্ৰহণ করেছে। ভুয়া তথ্যের জন্য বিভিন্ন মানুষ পরস্পরের মধ্যে মতানৈক্য সৃষ্টিতে লিপ্ত হয়। সম্প্ৰতি সব গণমাধ্যম একজোট হয়ে ভুয়া তথ্য ও খবরগুলোকে সরিয়ে দিচ্ছে। ইতিমধ্যে ভুয়া খবর ও তথ্য প্ৰচার করা বহু অ্যাকাউন্ট ও ফ্ৰোফাইল ডিলিড করা হয়েছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ফোটো ও ভিডিওর সত্যতা কিভাবে নিরূপণ করা যেতে পারে?