Begin typing your search above and press return to search.

বহু প্ৰকল্প নির্মাণ করেও সেগুলোকে কার্যকরী না করার অভিযোগ

বহু প্ৰকল্প নির্মাণ করেও সেগুলোকে কার্যকরী না করার অভিযোগ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  4 Nov 2019 11:23 AM GMT

গুয়াহাটিঃ অসমে বিভিন্ন প্ৰকল্প স্থাপনের কাজ সম্পূর্ণ হওয়ার পরও সেগুলি জনগণের কোনও উপকারে আসছে না। রাজ্য সরকার এই সব প্ৰকল্প এবং স্কিম সম্পূর্ণ করার জন্য মোটা টাকা ঢেলেছে। দেখা গেছে এজাতীয় প্ৰকল্পের নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পরও তার সিংহ ভাগই অকেজো পড়ে আছে। মোটা টাকা খরচ করে প্ৰকল্পগুলো যদি মানুষের কল্যাণে না আসে তাহলে সেগুলি নির্মাণের কি প্ৰয়োজন ছিল-মাঝে মধ্যে এমন প্ৰশ্নও উঠতে দেখা যায়। রাজ্যে এধরনের বহু প্ৰকল্প অকেজো পড়ে থাকার অজস্ৰ উদাহরণও রয়েছে। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে ধুবড়ির কিসমথাসদহ মডেল হাসপাতাল প্ৰকল্পটি নির্মাণ করা হয় ৫.৬ কোটি টাকা খরচ করে। বছর খানেক আগে এই প্ৰকল্পের নির্মাণ কাজও সম্পূর্ণ হয়েছে। কিন্তু মডেল হাসপাতালটি আজও চালু হয়নি। পুরো বিল্ডিংটি বর্তমানে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এদিকে ২০১৬ সালে মঙ্গলদৈয়ের গেরিবাড়িতে একটি ইন্ডাস্ট্ৰিয়াল ট্ৰেনিং সেন্টারের(আইটিআই)বিল্ডিং উদ্বোধন করা হয়েছিল। কিন্তু ওই প্ৰতিষ্ঠানে প্ৰযুক্তিগত শিক্ষাদান ব্যবস্থা আজও অধরা থেকে গেছে। আইটিআই-টিতে কোনও ক্লাস হচ্ছে না। আখেরে এই প্ৰতিষ্ঠানে কোনওদিন ক্লাস হবে কি সেটাই বড় প্ৰশ্ন।

ওদিকে অসম-অরুণাচল সীমান্তের ডিরকে আরও একটি আইটিআই বিল্ডিঙের কাজ সম্পূর্ণ করা হয়েছিল বছর দুই আগে। সেটিরও ভাগ্য সুতোয় ঝুলছে। এই আইটিআই-এ কবে নাগাদ ক্লাস শুরু হবে,কেউ তা জানে না।

২০১৩ সালে দরং জেলার সাসোথিয়াপাড়ায় একটি জল সরবরাহ স্কিমের কাজ সম্পূর্ণ হয়েছিল। কিন্তু বৈদ্যুতিকরণের অভাবে এই স্কিমটি সম্পূর্ণভাবে চালু করা যায়নি।

রাজ্য সরকার ২০১৬তে স্বাস্থ্য ও খাদ্য প্ৰশাসনের জন্য একটি কমিশনারেট স্থাপন করেছিল। কিন্তু পর্যাপ্ত জন শক্তির অভাবে কমিশনারেটের কাজ সম্পূর্ণভাবে কার্যকর করা সম্ভব হয়ে উঠেনি। এদিকে ২০০৩ সালে রহা বিধানসভা কেন্দ্ৰের চাপরমুখ এবং কাচাপারাঘাটের মধ্যে একটি সেতুর শিলান্যাস করা হয়েছিল। কিন্তু সেতুটির নির্মাণ কাজ আজও ঝুলে আছে।

সরকারি সূত্ৰের মতে,‘হাসপাতাল,আইটিআই ইত্যাদি নির্মাণের জন্য বিভিন্ন কেন্দ্ৰীয় সরকারের স্কিম থেকে তহবিল সংগ্ৰহ করা যায়। কিন্তু এধরনের প্ৰকল্পের জন্য সরঞ্জাম সংগ্ৰহ ও মানব সম্পদ নিয়োগের বিষয়টি রাজ্য সরকারের ওপর ন্যস্ত। বিভিন্ন প্ৰকল্পের বিল্ডিং পরিকাঠামো এভাবেই অব্যবহৃত অবস্থায় পড়ে থাকবে যদি না রাজ্য সরকার সরঞ্জাম সংগ্ৰহ এবং জনশক্তিকে নিয়োগ করে। বিভিন্ন ক্ষেত্ৰে এমনও অভি্যোগ রয়েছে যে এধরনের বহু প্ৰকল্পের শিলান্যাস করা হয়েছে শুধু রাজনৈতিক ফায়দা তোলার লক্ষ্যে। তাই নতুন প্ৰকল্প শুরু করার আগে ইতিমধ্যেই যে সব বিল্ডিং পরিকাঠামো নির্মাণ করা হয়েছে সেগুলিকে কাজে লাগানোর এটাই চূড়ান্ত সময়।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ রাজ্যের ৫৯৯৯টি প্ৰাথমিক বিদ্যালয় অবলুপ্ত হয়ে গেছে

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Nagaon villagers lured by two in the name of Pradhan Mantri Kushal Vikas Yojana

Next Story
সংবাদ শিরোনাম