কেন্দ্ৰের সঙ্গে ঘনিষ্ঠতা রেখেই কাজ করতে চাই,মোদিকে বললেন কেজরিওয়াল

কেন্দ্ৰের সঙ্গে ঘনিষ্ঠতা রেখেই কাজ করতে চাই,মোদিকে বললেন কেজরিওয়াল

নয়াদিল্লিঃ দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ায় প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি মঙ্গলবার আম আদমির প্ৰধান অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন। কেজরিওয়াল অবশ্য বলেছেন,রাজধানী শহর দিল্লির উন্নয়নে তিনি কেন্দ্ৰের সঙ্গে ঘনিষ্ঠতা রেখেই কাজ করতে চান। মোদি এক টুইটে কেজরিওয়াল ফের দিল্লির মসনদে ফিরে আসায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ‘দিল্লি বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ায় প্ৰধানমন্ত্ৰী মোদি আম আদমি পার্টি এবং অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়ে দিল্লির মানুষের আশা আকাঙ্খা পূরণে তাদের সাফল্য কামনা করেন। প্ৰধানমন্ত্ৰীর অভিনন্দনের প্ৰত্যুত্তরে কেজরিওয়াল বলেন,দিল্লিকে বিশ্ব শ্ৰেণির একটা শহরে উন্নীত করতে চান তিনি।

‘আপনাকে অজস্ৰ ধন্যবাদ স্যার। রাজধানী দিল্লিকে প্ৰকৃতার্থেই বিশ্ব শ্ৰেণির একটা শহরে উন্নীত করতে আমি কেন্দ্ৰের সঙ্গে ঘনিষ্ঠতা রেখেই কাজ করতে চাইছি’-টুইটে উল্লেখ করেন কেজরিওয়াল। গত ৮ ফেব্ৰুয়ারি দিল্লি বিধানসভার ৭০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়েই ফের ক্ষমতায় ফিরে আসে আম আদমি পার্টি(আপ)। ৭০টি আসনের মধ্যে ৬২টি আসন আপ দখল করেছে। বিজেপি-র পক্ষে গেছে ৮টি আসন। কংগ্ৰেস একটি আসনও পায়নি। এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে আপ ৫টি আসন কম পেয়েছে। ওদিকে বিজেপির আসন সংখ্যা বেড়েছে ৫টি।

আম আদমির বিজয়ে গুয়াহাটিতে প্ৰেসক্লাবের সামনে দলের সদস্যদের মঙ্গলবার বিজয় উৎসব পালন করতে দেখা গিয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Samarpan Divas was observed at BJP State Office on Tuesday

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com