ডিগবয়ে ডেমু ট্ৰেনের ধাক্কায় মহিলার মৃত্যু

ডিগবয়ে ডেমু ট্ৰেনের ধাক্কায় মহিলার মৃত্যু
Published on

ডিগবয়ঃ মঙ্গলবার সকালে ডিগবয় চারালির কাছে একটি চলন্ত ডেমু ট্ৰেনের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়। মৃত মহিলাকে অনুপমা বরুয়া নামে শনাক্ত করা হয়েছে। ডিগবয় কালীবাড়ি হাউসিং এলাকার বাসিন্দা মিঠুন বরুয়ার পত্নী তিনি।

প্ৰত্যক্ষদর্শীদের মতে,ছেলেকে স্কুলে রেখে বাড়িতে ফেরার সময় মহিলাটি দুর্ঘটনার শিকার হন। এই ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকেরা ডিগবয় স্টেশন মাস্টারের সঙ্গে বাকযুদ্ধে লিপ্ত হন। এদিকে ডিগবয় পুলিশ ঘটনা সংক্ৰান্তে তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com