Begin typing your search above and press return to search.

বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে মেরিকম

বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে মেরিকম

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  8 Oct 2019 1:27 PM GMT

ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন এম সি মেরিকম শেষ-১৬পর্যায়ে কঠোর লড়াইয়ের জয় হাসিল করে বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন।

৩৬ বছর বয়সী মেরিকম থাইল্যান্ডের জুটামাস জিটপঙের বিরুদ্ধে ৫-০ জয় তুলে নেন। প্ৰতিদ্বন্দ্বী জিটপং আক্ৰমণাত্মক খেলেও মেরিকমের সঙ্গে পাল্লা দিতে পারেননি।

তৃতীয় বাছাই ভারতীয় ওপেনিং রাউন্ডে বাই পেয়ে যান। ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্ৰণে রাখতে প্ৰথম তিন মিনিট তাকে যথেষ্ট ঘাম ঝরাতে হয়।

৫১ কেজি বিভাগে প্ৰথম বিশ্ব খেতাব জয়ী মেরিকম দ্বিতীয় রাউন্ডে আরও শাক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হন এবং পাল্টা আক্ৰমণ হানতে শুরু করেন প্ৰতিপক্ষকে।

৭৫ কেজি বিভাগে প্ৰাক্তন রুপো জয়ী স্বাতী বরা দ্বিতীয় বাছাই ওয়েলসের লরেন প্ৰাইসের বিরুদ্ধে খেলবেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বিশ্ব বক্সিং চেম্পিয়ন শ্বিপৰ ৰিঙত অসমৰ যমুনা বড়ো

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Durga Puja 2019: Sharda Trophy Award presented in Tinsukia

Next Story
সংবাদ শিরোনাম