Begin typing your search above and press return to search.

বায়ুসেনার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল অরুণাচলের দুর্গম পাহাড়ে

বায়ুসেনার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল অরুণাচলের দুর্গম পাহাড়ে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  12 Jun 2019 8:09 AM GMT

ইটানগরঃ অবশেষে টানা আটদিন পর ভারতীয় বায়ুসেনার(আইএএফ)নিখোঁজ এএন-৩২ বিমানটির ধ্বংসাবশেষ মিললো মঙ্গলবার। গত ৩ জুন যোরহাটের ররৈয়া বিমানবন্দর থেকে অরুণাচল প্ৰদেশের মেচুকার উদ্দেশে উড়ান দেওয়ার পর বিমানটি নিখোঁজ হয়। বিমানে সওয়ার হয়েছিলেন ১৩ জন বায়ুসেনা কর্মী। অরুণাচল প্ৰদেশের উত্তর পূর্ব টেটোর লিপো গ্ৰামের কাছে প্ৰায় ১২ হাজার ফুট উচ্চতায় দুর্গম পাহাড়ি জঙ্গলে অভিশপ্ত বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

বায়ুসেনার এনআই-১৭ কপ্টার নিরন্তর অভিযান চালিয়ে অভিশপ্ত ওই বিমানের ধ্বংসাবশেষ দেখতে পায়। বায়ুসেনার মুখপাত্ৰ উইং কমান্ডার রত্নাকর সিং একথা জানান। ‘আমাদের পরবর্তী প্ৰয়াস হবে অভিশপ্ত বিমানের ধ্বংসাবশেষের কাছে পৌঁছনো এবং বিমানে সওয়ার হওয়া বায়ুসেনার কর্মীদের খোঁজ নেওয়া। সেইসঙ্গে বিমানের ব্ল্যাকবক্স ও সিভিআর খোঁজাও’-বলেন সিং।

গত ৩ জুন রাশিয়ান মূলের এএন-৩২ পরিবহণ বিমানটি যোরহাটের ররৈয়া থেকে দুপুর ১২-৫৭ মিনিট নাগাদ অরুণাচল প্ৰদেশের মেচুকা অ্যাডভান্স ল্যান্ডিং গ্ৰাউন্ডের উদ্দেশে আকাশে উড়ান দিয়েছিল। চীন সীমান্ত ঘেঁষা অরুণাচল প্ৰদেশের সি-ইওমি জেলায় রয়েছে মেচুকা অ্যাডভান্স ল্যান্ডিং গ্ৰাউন্ডটি। এয়ার অফিসার কমান্ডিং ইন-চিফ,ইস্টার্ন এয়ার কমান্ড এয়ার মার্শাল আরডি মাথুর তল্লাশি ও উদ্ধার অভিযানের তদারক করছিলেন। বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিললেও নিখোঁজ ১৩ জন বিমান আরোহীকে নিয়ে উৎকণ্ঠা এখনও কাটেনি।

এদিকে ভারতীয় সেনা ও স্থানীয় অরুণাচল স্কাউট ১৩ নিখোঁজ বায়ুসেনা কর্মীর হদিশ খুঁজতে উদ্ধারকারীদের সাহা্য্য করার জন্য গ্ৰাউন্ড জিরোতে যাওয়ার জন্য পুরোপুরি প্ৰস্তুত রয়েছে। বিমানটি পাহাড়ের যে এলাকায় ভেঙে পড়ছে সেই স্থানটি ঘন জঙ্গলে আবৃত এবং দুর্গম। তবুও চেষ্টা চলছে বিমানের নিখোঁজ সওয়ারিদের খুঁজে পাওয়ার।

Next Story