Begin typing your search above and press return to search.

বিচারের রায়দান বিচার বিতরণ ব্যবস্থার অবদানের দিকে ধাবিত হয় নাঃ সিজেআই

বিচারের রায়দান বিচার বিতরণ ব্যবস্থার অবদানের দিকে ধাবিত হয় নাঃ সিজেআই

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  11 Nov 2019 7:57 AM GMT

গুয়াহাটিঃ ভারতের মুখ্য বিচারপতি(সিজেআই)রঞ্জন গগৈ এটা লক্ষ্য করেছেন যে শুধু বিচারের রায় লেখা বিচার বিতরণ ব্যবস্থার অবদানের দিকে ধাবিত হয় না।

‘বিচারের রায় দান বিচারকদের বিচারেরই একটা অংশ’। মুখ্য বিচারপতি গগৈ রবিবার সন্ধ্যায় এখানে মাছখোয়ার আইটিএ কমপ্লেক্সে ‘কোর্টস অফ ইন্ডিয়াঃ পাস্ট টু প্ৰেজেন্ট’(ভারতের আদালতঃ অতীত থেকে বর্তমান)গ্ৰন্থটির অসমিয়া সংস্করণ উন্মোচন উপলক্ষে আয়োজিত এক ভাবগম্ভীর অনুষ্ঠানে বক্তব্য পেশ করছিলেন।

২০১৬ সালে এই গ্ৰন্থটি ইংরেজিতে প্ৰকাশিত হয়েছিল। বইটির মূল লেখক বিনয় ঠাকুরের প্ৰশংসা করে মুখ্য বিচারপতি গগৈ বলেন,এই বইয়ে ভারতের আদালতের ইতিহাসকে এত সুন্দর ও মনোমুগ্ধকর উপায়ে তুলে ধরা হয়েছে যা ন্যায় বিচার বিতরণ ব্যবস্থার পাশাপাশি সংশ্লিষ্ট সবার জন্যই পাঠযোগ্য হয়ে উঠেছে। তিনি তরুণ আইনজীবী এবং আইনের শিক্ষার্থীদের বইটি পাঠ করার আহ্বান জানান।

ঠাকুরের লেখা আরও একটি বই আর্কিটেকচার অফ জাস্টিসঃ এ পিক্টোরিয়াল ওয়াক থ্ৰো সুপ্ৰিম কোর্টস অ্যান্ড হাই কোর্টস অফ ইন্ডিয়া’-প্ৰসঙ্গ উত্থাপন করে মুখ্য বিচারপতি গগৈ বলেন,বইটি ভারি যদিও তবে কল্পিত। এতে ভারতের ন্যায় বিচার বিতরণ ব্যবস্থার ব্যাখ্যা সন্নিবিষ্ট রয়েছে। তিনি বলেন,বইটি শুধু ফটোগ্ৰাফ সম্পর্কিত নয়,এটি স্মৃতি সৌধ স্বরূপ আদালতের ভবনগুলির একটি আকর্ষণীয় ট্ৰিভিয়া ও উপাখ্যান সমৃদ্ধ।

মুখ্য বিচারপতি গগৈ বিশিষ্ট লেখক অরূপ কুমার দত্তের লেখা ‘গৌহাটি হাইকোর্টঃ হিস্টরি অ্যান্ড হ্যারিটেজ’ শীর্ষক একটি বইয়ের কথা উল্লেখ করে বলেন,‘এই বইগুলো ন্যায় বিচার বিতরণ ব্যবস্থায় প্ৰকৃত অবদান।

শনিবার অযোধ্যায় দীর্ঘ দশক ধরে চলা রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি বিরোধের ঐতিহাসিক রায় দান করার পর মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এ শহরে এসেছেন। গগৈ বলেন,তিনি কোনও বিতর্কিত ইস্যু উত্থাপন করতে চান না। গত ৩ নভেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠিত একটি গ্ৰন্থ উন্মোচন অনুষ্ঠানে তিনি তাঁর মন ও হৃদয় নিয়ে কথা বলেছেন। ‘আজ আমি ছোটখাটো কিছু কথা বলছি যা আমার হৃদয়ের কাছাকাছি’। তিনি বলেন,‘ভারতের আদালতঃ অতীত থেকে বর্তমান’ বইটির অসমিয়া অনুবাদ তাঁর সহকর্মী বিচারপতি শারদ অরবিন্দ বোবদে এবং গৌহাটি হাইকোর্টের একটি দলের অনবদ্য প্ৰয়াস।

বিচারপতি বোবদে যিনি ইতিমধ্যেই সিজেআই মনোনীত হয়েছেন বলেন,‘ভারতের আদালত অতীত থেকে বর্তমান’ একটি মাস্টারপিস। বইটি ইংরেজি ভাষায় লেখায় তা দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। তবে বইটি প্ৰথম অসমিয়া ভাষায় অনূদিত হওয়ায় এবং এটি প্ৰকাশের জন্য রবিবার গুয়াহাটিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি অত্যন্ত আনন্দ অনুভব করেছেন।

বইটির উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল অযোধ্যা বিতর্কের ঐতিহাসিক রায় দেওয়ার জন্য মুখ্য বিচারপতি রঞ্জন গগৈকে ধন্যবাদ জানিয়েছেন। বিচারপতি বোবদে ছাড়াও সুপ্ৰিমকোর্টের বিচারক ঋষীকেশ রায় এবং গৌহাটি হাইকোর্টের বিচারক মনোজিত ভুঁইয়া বইটির অনুবাদের কাজে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ নাগা শান্তি চুক্তি স্বাক্ষরে অসমের স্বার্থ দেখা হবে,সোনোয়ালকে আশ্বাস মোদি,অমিতের

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam Pradesh Congress Committee (APCC) Welcomes Supreme Court Verdict in Ayodhya Dispute Case

Next Story
সংবাদ শিরোনাম