বিজেপি-র কাছে দেশের স্বার্থ প্ৰথমঃ সর্বানন্দ সনোয়াল

বিজেপি-র কাছে দেশের স্বার্থ প্ৰথমঃ সর্বানন্দ সনোয়াল
Published on

আগরতলা(ত্রিপুরা): দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন কল্যানকর কাজের জন্য সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরী হয়েছে। তাই দেশের উত্তরের রাজ্য কাশ্মীর থেকে দক্ষিনের কন্যাকুমারী পর্যন্ত এবং গুজরাট রাজ্য থেকে অরুনাচলপ্রদেশ পর্যন্ত মানুষের মধ্যে গৌরবের মনোভাব সৃষ্টি হয়েছে। এই কাজের জন্য মোদী দিনরাত কঠোর পরিশ্রম করেছেন। সেইসঙ্গে দেশ জুড়ে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। একথা বলেন অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল। মঙ্গলবার আগরতলাস্থিত বি জে পি-র ত্রিপুরা প্রদেশ কমিটির কার্যালয়ে এক সংবাদিক সম্মেলে এই অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন,সাবেক কংগ্রেস সরকার'র সময়ে দেশে ব্যাপক দূর্ণীতি হয়েছে। দূর্ণীতি এমন পর্যায়ে গিয়ে ছিলো যে মানুষের নি:শ্বাস নেওয়ার মতো পরিস্থিতিও ছিলো না। তখন সকল নেতামন্ত্রী দূর্ণীতিতে ডুবে ছিলেন। এই অবস্থা থেকে দেশকে রক্ষা করে সব স্তরের মানুষের কল্যানে কাজ করছেন। বিশেষ করে কৃষক, শ্রমিকসহ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছেন।

বর্তমান প্রধানমন্ত্রী উত্তরপূর্ব ভারতের উন্নয়নের জন্য দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহন বলে মন্তব্য করে সনোয়াল বলেন,দেশ জুড়ে বর্তমানে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে এর ফলে কংগ্রেস দল হতাশায় ভোগছে। তাই তারা নানা বিষয়ে নানা অসত্য তথ্য দিচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রাফেল যুদ্ধ বিমান। এই বিমান কেনা নিয়ে যে অভিযোগ এনেছে কংগ্রেস দল,তাকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি রাহুল গান্ধীকে ক্ষমা প্রার্থনা করা উচিৎ। সেই সঙ্গে তিনি প্রশ্ন করেন,দেশের নিরাপত্তা নিয়ে কেন রাহুল গান্ধী অসত্য কথা বলেছেন? কংগ্রেস দলের কাছে গান্ধী পরিবার প্রথম দেশ পরে। কিন্তু বিজেপি'র কাছে দেশের স্বার্থ প্রথম।

সেই সঙ্গে তিনি দাবী করেন ,আগামী লোকসভা নির্বাচনে বি জে পি আবার জয়ী হবে এবং মোদী আবার প্রধানমন্ত্রী হবেন। উত্তরপূর্ব ভারতের লোকসভার ২৫টি আসনেই বি জে পি জয়ী হবে। বলেন,রাফেল যুদ্ধ বিমান কেনার বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়ে দেয় যে কোন দূর্ণীতি হয় নি। এর পর বি জে পি সিদ্ধান্ত নেয় যে দেশ ব্যাপি প্রচার অভিযান চালাবে এরই প্রেক্ষিতে সর্বানন্দ সনোয়াল আগরতলায় আসেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com