করোনা ভাইরাসের ভুয়ো খবর ছড়িয়ে মিজোরামে গ্ৰেপ্তার ১১

করোনা ভাইরাসের ভুয়ো খবর ছড়িয়ে মিজোরামে গ্ৰেপ্তার ১১
Published on

বিশ্বজুড়ে ত্ৰাস সৃষ্টিকারী করোনা ভাইরাস সম্পর্কে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে মিজোরামে গ্ৰেপ্তার করা হয়েছে ১১ জন ব্যক্তিকে। অভিযোগ অনু্যায়ী,এই কজন লোক হোয়াটস অ্যাপের মাধ্যমে করোনা ভাইরাসের প্ৰাদুর্ভাব সম্পর্কে ভুয়ো খবর ছড়িয়েছেন। এই ভুয়ো খবরে রাজ্যে বহু মানুষের মধ্যে অহেতুক আতঙ্কের সৃষ্টি করে। অবশেষে এই খবরটি নজরে আসায় পুলিশ নিজস্বভাবে অভিযুক্তদের বিরুদ্ধে একটি কেস নথিভুক্ত করে। প্ৰত্যেকজন অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫(১)(ক)ধারায় মামলা রুজু করা হয়েছে। অবশ্যে গ্ৰেপ্তারের কিছুক্ষণ পরই অভিযুক্তদের প্ৰত্যেককে জামিনে মুক্তি দিয়েছে পুলিশ। এই কজন ব্যক্তি হোয়াটস অ্যাপে যে ভুয়া খবরটি ছড়িয়েছিল সেটা হচ্ছে সিঙ্গাপুর ভ্ৰমণ সেরে একজন মহিলা মিজোরামে এসে উপস্থিত হয়েছেন। মহিলাটি হাসপাতালে চিকিৎসা করাতে অস্বীকার করায় তাকে বাড়িতেই পৃথকভাবে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তদন্তে এটা প্ৰকাশ্যে এসেছে যে ওই মহিলা সিঙ্গাপুর থেকে আসার সময় দুটো স্থানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। প্ৰথম পরীক্ষা কলকাতা বিমানবন্দরে এবং দ্বিতীয়বার করা হয়েছে লেংপুই বিমানবন্দরে। এই দুটো পরীক্ষায় মহিলাটি করোনা ভাইরাসে আক্ৰান্ত হওয়ার কোনও লক্ষণ ধরা পড়েনি। এতেই এটা প্ৰতীয়মান হয় যে ওই ১১ জন লোক ভুয়ো খবরই ছড়িয়েছেন। পুলিশ সঙ্গে সঙ্গেই ওই ১১ জনকে গ্ৰেপ্তার করে।

উল্লেখ্য,মিজোরামে এপর্যন্ত ১৪ হাজারের বেশি লোকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তবে এদের মধ্যে কারো শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি। এদিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রাজ্য সরকার মায়ানমার এবং বাংলাদেশ সীমান্ত সিল করে দিয়েছে। পড়শি রাজ্য মণিপুরও এধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্ৰহণ করেছে। একইভাবে মণিপুরও সিল করেছে মায়ানমার সীমান্ত।

এদিকে ভারতে করোনা ভাইরাসে আক্ৰান্তের সংখ্যা ৫২ জনে বৃদ্ধি পেয়েছে। প্ৰতিদিনই এই জটিল রোগে আক্ৰান্ত হচ্ছেন মানুষ। পরিস্থিতির ভয়াবহতার প্ৰতি লক্ষ্য রেখে সরকার বেশকিছু দেশের লোকেদের ভিসা দেওয়া আপাতত বন্ধ রেখেছে। এদিকে রাষ্ট্ৰসংঘ বহুদেশে ছড়িয়ে পড়া এই রোগকে মহামারি বা পেণ্ডেমিক আখ্যা দিয়েছে। ওদিকে বিশ্বজুড়ে ত্ৰাস সৃষ্টি করা এই জটিল পরিস্থিতির মধ্যে ইজরায়েল দাবি করেছে,তাদের একাংশ চিকিৎসা বিজ্ঞানী কিছুদিনের মধ্যে করোনা ভাইরাসের প্ৰতিষেধক উদ্ভাবনে সক্ষম হবেন। ইজরায়েলের প্ৰযুক্তি মন্ত্ৰকের অধীনস্থ ‘মিগাল’ শীর্ষক গবেষণা সংস্থার বিজ্ঞানীরা করোনা ভাইরাসের প্ৰতিষেধক উদ্ভাবনে ব্যস্ত রয়েছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: A candid conversation with Director of Cultural Affairs, Assam Bishnu Kumar Bora on Art and Culture

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com