উ.পুব ভারতের ৮টি সন্ত্ৰাসী সংগঠনের ৬৪৪ জন ক্যাডারের আত্মসমর্পণ

উ.পুব ভারতের ৮টি সন্ত্ৰাসী সংগঠনের ৬৪৪ জন ক্যাডারের আত্মসমর্পণ
Published on

গুয়াহাটিঃআলফা(আই),এনডিএফবি,আরএনএলএফ,কেএলও,সিপিআই(মাওইস্ট),এনএসএলএ,এডিএফ এবং এনএলবিএফ এই আটটি সন্ত্ৰাসী সংগঠনের ৬৪৪ জন বিদ্ৰোহী বৃহস্পতিবার অস্ত্ৰ সমর্পণ করেছে। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের(জিএমসিএইচ)প্ৰেক্ষাগৃহে এই অস্ত্ৰ সমর্পণ পর্বের আয়োজন করা হয়। অস্ত্ৰ সমর্পণকারী বিদ্ৰোহীদের স্বাগত জানাতে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এবং বিভিন্ন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৭৭টি আগ্নেয়াস্ত্ৰ সমর্পণ করা হয়।

আলফা স্বাধীনের ৫০ জন ক্যাডার,এনডিএফবি(সাওরাইগরা)৮জন,কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের(কেএলও)৬,রাভা ন্যাশনাল লিবারেশন ফ্ৰন্টের(আরএনএলএফ)১৩,ন্যাশনাল লিবারেশন ফ্ৰন্ট অফ বেঙ্গলি(এনএলএফবি)৩০১,ন্যাশনাল সাঁওতাল লিবারেশন আর্মির(এনএসএলএ)৮৭,সিপিআই(মাওবাদী)১ এবং আদিবাসী ড্ৰাগন ফাইটার(এডিএফ)-এর ১৭৮ জন জঙ্গি আত্মসমর্পণ করে অনুষ্ঠানে। প্ৰচার মাধ্যমের রিপোর্টে একথা জানানো হয়েছে।

‘সরকার আপনাদের সম্ভাব্য সব রকমের সাহায্য দেবে। আপনাদের প্ৰতি আমার আর্জি আপনারা যেখানেই বসবাস করুন না কেন,শান্তির পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যেই আপনারা কাজ করবেন’-বলেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। আত্মসমর্পণকারীদের স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্ৰী এই সব যুবকদের সমাজের মূলস্ৰোতে মিশে যাওয়ার আহ্বান জানান।

‘রাজ্য ও অসম পুলিশের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আটটি সন্ত্ৰাসী সংগঠনের মোট ৬৪৪ জন ক্যাডার ও নেতারা তাদের অস্ত্ৰ সমর্পণ করেছেন’-সাংবাদিকদের বলেন ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত।

উল্লেখ্য,এনডিএফবি(এস)(ন্যাশলান ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট অফ বোড়োল্যান্ড)এবং কেন্দ্ৰীয় সরকার এ মাসে যুদ্ধ বিরতি চুক্তিতে পৌঁছেছে। খুব শিগগিরই উভয় পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি(মৌ)স্বাক্ষরিত হবে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Deuri Magh Bihu Celebrations begin in Dhemaji

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com