রাজ্যের বিভিন্ন সমস্যা সমাধানের আর্জি এএজেওয়াইপি-র

রাজ্যের বিভিন্ন সমস্যা সমাধানের আর্জি এএজেওয়াইপি-র
Published on

গুয়াহাটিঃ সারা অসম জাতীয়তাবাদী যুব পরিষদ(এএজেওয়াইপি)অবৈধ প্ৰব্ৰজন,বেকারি,বন্যা ও ভাঙন সহ বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানে পদক্ষেপ গ্ৰহণের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। এছাড়াও রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)থেকে যে সমস্ত ভূমিপুত্ৰ মানুষের নাম বাদ পড়েছে তাদের নাম অন্তর্ভুক্ত করারও আর্জি জানিয়েছে পরিষদ। দ্বিনাগরিকত্বের ব্যবস্থা প্ৰবর্তন সহ রাজ্যে শিল্পোদ্যোগ গড়ে তোলারও আর্জি জানিয়েছে তারা। বেকারদের জন্য রাজ্য ও কেন্দ্ৰীয় সরকারের তরফ থেকে বেকার ভাতা দেওয়ারও দাবি করেছে পরিষদ।

রবিবার গুয়াহাটি প্ৰেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এএজেওয়াইপি-র সাধারণ সম্পাদক সন্দীপ প্ৰসাদ নিয়োগ বলেন,‘২০১১ সালের এক সমীক্ষার রিপোর্ট অনু্যায়ী রাজ্যে প্ৰায় ৩০ লক্ষ বেকার ছিল এবং এই সংখ্যা এখন প্ৰায় এক কোটিতে পৌঁছতে পারে। কিন্তু এই সমস্যার সমাধানে সরকার আজ অবধি কোনই পদক্ষেপ করেনি। বেকার যুবকদের দক্ষতা বিকাশে সরকার পাঁচ হাজার টাকা করে ভাতা দিচ্ছে যদিও এটা পর্যাপ্ত নয়। তাই আমরা কেন্দ্ৰ ও রাজ্য সরকারকে এব্যাপারে পদক্ষেপ নিতে অনুরোধ জানাচ্ছি। তাছাড়া বেকার সমস্যা সংক্ৰান্ত ইস্যু নিয়ে তাদের এখনও এনেক কিছু করণীয় রয়েছে।

এএজেওয়াইপি-র সভাপতি রমেন চৌধুরী বলেন,‘সরকার যদি নাগরিকত্ব সংশোধনী বিল পাস করে তাহলে আমরা এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হয়ে পড়বো। কেন্দ্ৰের এক দেশ এক ভাষা নীতি আমরা কিছুতেই মেনে নেবো না। কেন্দ্ৰের এই অভিপ্ৰায় অসমের ক্ষেত্ৰে কখনও বাস্তব রূপ নিতে দেওয়া যাবে না। আমরা অসমিয়াকে রাজ্যের ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছি’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Woman allegedly killed by her husband in Samuguri | The Sentinel News

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com