গুয়াহাটিঃ প্ৰখ্যাত অসমিয়া ছবির নির্মাতা রিমা দাস ও জাহ্নু বরুয়া মিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফ্যাস্টিভেলে(এনওয়াইআইএফএফ)অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে সেরা পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। এই চলচ্চিত্ৰ উৎসব শুরু হয়েছে আজ এবং চলবে ১২ মে অবধি। ‘ভগা খিরিকি’ ছবির জন্য মনোনীত হয়েছেন জাহ্নু বরুয়া এবং রিমা দাসকে মনোনীত করা হয়েছে ‘বুলবুল কেন ছিং’ ছবির জন্য।
একজন শিক্ষিত মহিলার জীবন গাথা নিয়ে ‘ভগা খিরিকি’র কাহিনি এগিয়ে গেছে। অন্যদিকে বুলবুল কেন ছিং ছবিতে রিমা তুলে ধরছেন স্কুল পড়ুয়া এক কিশোরীর গ্ৰামীণ জীবনের চঞ্চলতাকে।
সম্প্ৰতি নতুন দিল্লির হোটেল লা মেরিডিয়ানে নর্থ ইস্ট বিজনেস সামিটে রিমা দাসকে আইসিসিএনই এক্সসেল্যান্স অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স ওই বিজনেস সামিটটি পরিচালনা করেছিল।
এছাড়া ভিলেজ রকস্টার ছবির জন্য রিমা দাস বেশকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। অসমের প্ৰাকৃতিক সৌন্দর্য এবং এর মনোমুগ্ধকর রূপ নিটোলভাবে তুলে ধরায় ভিলেজ রকস্টার ছবির জগতে রীতিমতো সাড়া ফেলে দেয়। ‘বুলবুল কেন ছিং’ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে ডাবলিন ফিল্ম ক্ৰিটিক্স সার্কল জুরি অ্যাওয়ার্ডে সম্মানিত করে রিমা দাসকে।