দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মুখ্যমন্ত্ৰী সোনোয়ালের সঙ্গে আলোচনা আজেরবাইজানের রাষ্ট্ৰদূতের

দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মুখ্যমন্ত্ৰী সোনোয়ালের সঙ্গে আলোচনা আজেরবাইজানের রাষ্ট্ৰদূতের
Published on

গুয়াহাটিঃ ভারতে নিযুক্ত আজেরবাইজান প্ৰজাতন্ত্ৰের রাষ্ট্ৰদূত ড. আশরফ শিখালিয়েভ জনতাভবনে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে দেখা করে দ্বিপাক্ষিক ইস্যু এবং আজেরবআইজান ও অসমের পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিষয়ে আলোচনা করেন। অসমের চা বাগান ও চা উৎপাদন ব্যবস্থার তারিফ করে আশরফ অসমের চা শিল্পের জন্য তার দেশ বিনিয়োগে আগ্ৰহী বলে মত ব্যক্ত করেন বৈঠকে।

আশরফ আরও বলেন,তাঁর দেশের মানুষের চায়ের প্ৰতি যথেষ্ট আসক্তি রয়েছে এবং সেইহেতু অসম থেকে চা আমদানি করতেও ইচ্ছুক আজেরবাইজান-উল্লেখ করেন আশরফ। রাষ্ট্ৰদূত আরও বলেন,আজেরবাইজানে অসমের চায়ের বিরাট চাহিদা রয়েছে। তাছাড়া তথ্য প্ৰযুক্তি এবং পর্যটন এই দুটো ক্ষেত্ৰেও অসম ও আজেরবাইজান একসঙ্গে কাজ করতে পারে-আলোচনায় প্ৰস্তাব রাখেন আশরফ। অন্যান্য আরও বহু ক্ষেত্ৰে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য শুরু করার প্ৰস্তাব রেখেছেন মুখ্যমন্ত্ৰী সোনোয়াল। বাণিজ্যিক সম্পর্ক গড়া নিয়ে দুই দেশের প্ৰতিনিধিদলের মধ্যে আলোচনায় সম্মত হয়েছেন সোনোয়াল ও আশরফ।

সোনোয়াল ফের অসমে আসার জন্য আশরফকে আমন্ত্ৰণ গ্ৰহণ করেছেন মুখ্যন্ত্ৰী সোনোয়াল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com