গুয়াহাটিঃ অসমের বন্যাপীড়িতদের সাহা্য্যে হরিয়ানা সরকার ৫ কোটি টাকা সাহা্য্য দেওয়ার কথা ঘোষণা করেছে। রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যে একের পর এক ভারতীয় রাজ্য এগিয়ে আসছে। দেশের অন্যান্য রাজ্যের এই আর্থিক সাহা্য্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ও দুর্গত মানুষদের অনেকটাই স্বস্তি দেবে। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের ত্ৰাণ তহবিলে এই পাঁচ কোটি টাকা সরাসরি দান করেছে হরিয়ানা সরকার।
হরিয়ানার মুখ্যমন্ত্ৰী মনোহরলাল খাট্টার বৃহস্পতিবার মুখ্যমন্ত্ৰীর ত্ৰাণ তহবিলে ৫ কোটি টাকা দান করার কথা ঘোষণা করেন। বন্যায় ক্ষতিগ্ৰস্ত মানুষ এবং যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে তাঁদের সাহা্য্য ও পুনর্বাসনে ব্যয় করার উদ্দেশ্যেই এই অর্থ রাজ্য সরকারকে দান করেছে হরিয়ানা সরকার।
রাজ্যের চরম সংকটের মুহূর্তে এই অর্থ দান করে পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্ৰী সোনোয়াল হরিয়ানার মুখ্যমন্ত্ৰী খাট্টারের প্ৰতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সোনোয়াল আরও উল্লেখ করেছেন,রাজ্যের ভয়াবহ প্ৰাকৃতিক বিপর্যয়ের সময়ে আপনার এই দান ও সমর্থন গোটা রাজ্য ও রাজ্যবাসীকে এই বিপদের মোকাবিলা করতে মানসিক শক্তি জোগাবে।
বন্যা দুর্গত মানুষের প্ৰতি হরিয়ানার মুখ্যমন্ত্ৰীর এই ভূমিকার ভূয়সী প্ৰশংসা করেছেন অসমের মানুষ তথা গোটা দেশ। উল্লেখ করা যেতে পারে এর আগে বলিউড তারকা অক্ষয় কুমার অসমের বন্যাপীড়িত মানুষের জন্য ১ কোটি ও কাজিরঙার বন্য জীবজন্তুদের জন্য আরও এক কোটি টাকা দান করেছেন মুখ্যমন্ত্ৰীর ত্ৰাণ তহবিলে। মেগাস্টার অমিতাভ বচ্চনও ৫১ লক্ষ টাকা মুখ্যমন্ত্ৰীর ত্ৰাণ তহবিলে সরাসরি ট্ৰ্যান্সফার করেছেন রাজ্যের ক্ষতিগ্ৰস্ত মানুষের সাহা্য্যে। দুর্গত মানুষজনের পুনর্বাসন ও ঘরবাড়ি মেরামত বাবদ ওই অর্থ দিয়েছেন বলিউড বিগ বি অমিতাভ বচ্চন।
এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্ৰী ত্ৰিবেন্দ্ৰ সিং রাওয়াতও অসমের বন্যাপীড়িত মানুষের সাহা্য্যে ৫ কোটি টাকা দান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্ৰীর ত্ৰাণ তহবিলে। রাওয়াত মুখ্যমন্ত্ৰী সোনোয়ালকে বলেছেন,এই সংকটের সময় তিনি রাজ্যের পাশে থাকবেন। এছাড়াও ভারতের স্প্ৰিণ্ট কুইন হিমা দাস বন্যাপীড়িতদের জন্য তার একমাসের বেতনের অর্ধেক টাকা দান করেছেন।
অসমিয়া চলচ্চিত্ৰের অভিনেতা যতীন বড়া,ক্ৰিকেটার রিয়ান পরাগ দাস,প্ৰখ্যাত চলচ্চিত্ৰ পরিচালক রিমা দাস প্ৰত্যেকেই ১ লক্ষ টাকা করে দান করেছেন পীড়িত মানুষের সাহায্যে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অসমের বন্যা দুর্গতদের সাহা্য্যে ৫ কোটি টাকা দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্ৰী ত্ৰিবেন্দ্ৰ সিং রাওয়াত