চিরাঙে প্ৰচুর পরিমাণে গোলা বারুদ,বিস্ফোরক উদ্ধার

চিরাঙে প্ৰচুর পরিমাণে গোলা বারুদ,বিস্ফোরক উদ্ধার
Published on

চিরাং: সেনাবাহিনীর রেডহর্ন ডিভিশনের চিরাং শাখা এবং চিরাং পুলিশ প্ৰচুর পরিমাণে গোলা বারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে। উদ্ধারকৃত গোলা বারুদ ও বিস্ফোরকগুলো কুখ্যাত জঙ্গি সংগঠন এনডিএফবি(এস)-এর বলে অনুমান করা হচ্ছে।

বিশ্বস্ত সূত্ৰে পর্যাপ্ত পরিমাণে গোলা বারুদ ও বিস্ফোরক মজুত রাখার খবর পেয়ে সেনা ও পুলিশের দল আন্তর্জাতিক সীমান্তের কাছে সুকান্তেকলাই নদীর ধারে তল্লাশি অভিযানে নামে। অভিযানকারীরা মেটেল ডিরেক্টরের সাহায্যে তল্লাশি চালিয়ে বিস্ফোরক ও গোলা বারুদ লুকিয়ে রাখা স্থানটি চিহ্নিত করে। সেনা ও পুলিশ ওই স্থানে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা ব্যাপক পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদের সন্ধান পায়। উদ্ধারকৃত সামগ্ৰীগুলোর মধ্যে প্ৰচুর পরিমাণে গোলা বারুদ,ডিটনেটরস এবং গ্ৰেনেড ইত্যাদি রয়েছে।

সাম্প্ৰতিক অতীতে প্ৰচুর পরিমাণে গোপন অস্ত্ৰ ও গোলা বারুদ উদ্ধারে সেনা ও পুলিশের এটা দ্বিতীয় বড় ধরনের সাফল্য। এর আগে গত মাসে পানবাড়ি সংরক্ষিত বনাঞ্চল থেকে সেনা ও পুলিশের যৌথ বাহিনী ব্যাপক পরিমাণে অস্ত্ৰ,গোলা বারুদ ও বিস্ফোরক ইত্যাদি উদ্ধার করেছিল। জঙ্গি সংগঠনগুলির বড় ধরনের কোনও রাষ্ট্ৰবিরোধী কার্যকলাপ প্ৰতিহত করতে সেনা ও পুলিশের এধরনের সফল অভিযান একটা সুদূরপ্ৰসারী প্ৰভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। আরও আশা করা হচ্ছে সেনা-পুলিশের এধরনের যৌথ অভিযান বিটিএডি এলাকা এবং গোটা অসমে শান্তি অক্ষুণ্ণ থাকার বিষয়টি সুনিশ্চিত করবে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AJYCP protest over Citizenship Amendment Bill in Nagaon

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com