লৌহ মানবী ইরম শর্মিলা যমজ কন্যা সন্তানের জন্ম দিলেন মাতৃ দিবসে

লৌহ মানবী ইরম শর্মিলা যমজ কন্যা সন্তানের জন্ম দিলেন মাতৃ দিবসে
Published on

গুয়াহাটিঃ মণিপুরের রাজনৈতিক কর্মী এবং কবি ইরম শর্মিলা রবিবার মাতৃ দিবসে দুটি যমজ কন্যা সন্তানের জন্ম দিলেন। মালেশ্বরমের একটি বেসরকারি হাসপাতালে জোড়া সন্তানের জন্ম দেন তিনি। মা ও নবজাতকরা সুস্থ রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। সি সেকশনে শিশু দুটির জন্ম দেন তিনি। এক মিনিটের ব্যবধানে জন্ম নেয় দুটি শিশু। লৌহ মানবী শর্মিলা ও তাঁর ব্ৰিটিশ স্বামী দেসমন্ড কৌটিনহো তাদের সন্তানদ্বয়ের নাম দিয়েছেন নিক্স শাখি এবং অটম তারা। স্ত্ৰীরোগ বিশেষজ্ঞ ডা. শ্ৰীপদো ভিনেকার এবং ক্লাউডনাইন গ্ৰুপ অফ হসপিটালের ড.ভিনেকার শর্মিলার চিকিৎসা করছিলেন। মা ও শিশু দুটো সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে ডাক্তাররা জানান। ডাক্তাররা বলেন,মাতৃ দিবসেই শর্মিলা যমজ সন্তানের জন্ম দিলেন। শিশু দুটির ওজন হয়েছে ২.১৬ ও ২.১৫ কেজি। শর্মিলা বলেন,শিশু দুটোকে নিয়ে তিনি খুবই খুশি। ‘এখন থেকে আমার একটা নতুন জীবন শুরু হলো’-বলেন শর্মিলা।

মণিপুরে সশস্ত্ৰ বাহিনীর বিশেষ ক্ষমতা আইন(এএফএসপিএ)চাপানোর প্ৰতিবাদে ২,০০০ সাল থেকে শর্মিলা দীর্ঘ ১৬ বছর অনশন ধর্মঘট করেছেন। সেই থেকে ইরম শর্মিলা লৌহ মানবী রূপে পরিচিত।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com