জুবিন গার্গের করা মন্তব্যের প্ৰত্যুত্তর দিলেন অসমিয়া ছবির অভিনেতা যতীন বরা। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্ৰতিবাদ অব্যাহত রয়েছে রাজ্যে। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বিভিন্ন দল,সংগঠনের পাশাপাশি সাহিত্যিক ও শিল্পী সমাজও এগিয়ে এসেছে। প্ৰতিটি সময়ে অসমিয়ার পাশে থাকা জুবিন অসমিয়া ছবির অভিনেতা যতীন বরার নীরবতা নিয়ে মন্তব্য করেন। অসমিয়ার অস্তিত্ব রক্ষার জন্য বেরিয়ে এসেছেন হাজার হাজার মানুষ। কিন্তু এহেন উত্তাল পরিস্থিতির মধ্যে যতীন বরা নীরবতা পালন করে আসছেন।
‘যতীন বরার এই অবস্থানে ক্ষুব্ধ তাঁর অনুরাগী ও সাধারণ মানুষ। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন জুবিন গার্গ। রবিবার ডিব্ৰুগড়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জুবিন বলেন,যতীন বরা বিজেপি ছেড়ে জনতার সঙ্গে মিশে যাওয়া উচিত’। তিনি বলেন,‘বিজেপিতে যোগ দিয়ে চাকরি নিয়েছেন যতীন। তাই এখন আর মানুষের মাঝে আসতে পারছেন না। তবে সেটা না হয় তাঁর ব্যক্তিগত কথা। কিন্তু আমি কারো দাস নই,আমি স্বাধীন,তাই মানুষের সঙ্গে রয়েছি’।
এছাড়াও তিনি বলেন,‘যতীন কী ভাবছেন আমি জানি না। কিন্তু আমি জাতির স্বার্থে বিজেপিতে পদত্যাগ করতাম। এমনকি মন্ত্ৰীপদ থাকলেও আমি ইস্তফা দিতাম’। জুবিনের এহেন মন্তব্যে এবার জবাব দিলেন অভিনেতা যতীন বরা। এক সংবাদ সম্মেলনে বরা বলেন,‘তাঁকে যতীন বরা তৈরি করতে অসমের মানুষের যথেষ্ট অবদান রয়েছে। অসমের মানুষ যদি নাগরিকত্ব সংশোধনী বিল না চান তাহলেও যতীন বরাও বিলের বিরোধিতা করবে’।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ক্যাব বিরোধী প্ৰতিবাদে উত্তাল নুমলিগড়,ডিমৌয়ে প্ৰতিবাদ এটিএএসইউ,টিএওয়াইপি-র
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Normal life paralyzed in Tinsukia after 48 hr bandh called by Moran Students’ Union