ক্যাব বিরোধী প্ৰতিবাদে উত্তাল নুমলিগড়,ডিমৌয়ে প্ৰতিবাদ এটিএএসইউ,টিএওয়াইপি-র

ক্যাব বিরোধী প্ৰতিবাদে উত্তাল নুমলিগড়,ডিমৌয়ে প্ৰতিবাদ এটিএএসইউ,টিএওয়াইপি-র

নুমলিগড়ঃ নাগরিকত্ব সংশোধনী বিলের(ক্যাব)বিরুদ্ধে গোলাঘাট জেলার নুমলিগড়ের বিভিন্ন স্থানে জোর প্ৰতিবাদ চলছে। বিভিন্ন সংগঠন,সমাজের বিভিন্ন দাবিদার ও সাধারণ মানুষ ক্যাবের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। অসম জাতীয়তাবাদী ছাত্ৰ পরিষদের রঙাজান আঞ্চলিক শাখা শনিবার সকালে রঙাজান তিনালির কাছে ক্যাবের বিরুদ্ধে প্ৰতিবাদ জানিয়ে বিলের কপি দাহ করে। অজাযুছাপের রঙাজান কমিটি বিলের প্ৰতি অসম্মতি ও হতাশা ব্যক্ত করে রঙাজানের পথে কালো পতাকা ওড়ায়। শতাধিক প্ৰতিবাদকারী সম্মিলিত হয়ে বিল এবং কেন্দ্ৰ ও রাজ্য সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়। ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতির(এসএমএসএস)মোরঙি ইউনিট এবং সারা তাই আহোম ছাত্ৰ সংস্থার(এটিএএসইউ)মোরঙি শাখা শনিবার দৈগ্ৰাং এলাকায় ক্যাবের বিরুদ্ধে মশাল মিছিল বের আকাশ বাতাস কাঁপিয়ে তোলে। এসএমএসএস এবং এটিএএসইউ কর্মী ও স্থানীয় লোকেরা হাতে মশাল নিয়ে ৩৯নং রাষ্ট্ৰীয় সড়ক একটি রেলি বের করে। প্ৰতিবাদকারীরা ক্যাব ও সরকার বিরোধী শ্লোগানও দেন। অজাযুছাপের পশ্চিম মোরঙি আঞ্চলিক শাখাও বিলের বিরুদ্ধে আয়োজন করে বিভিন্ন প্ৰতিবাদ কর্মসূচির। এজেওয়াইসিপি-র কর্মীরা তেলগরম থেকে গোলাঘাট পর্যন্ত বাইক রেলিও বের করে। ওদিকে আসু সম্প্ৰতি নুমলিগড়-গোলাঘাট এলাকায় ব্যাপক প্ৰতিবাদ কর্মসূচি পালন করেছে। রবিবার ৩৯নং রাষ্ট্ৰীয় সড়কে বিশাল মশাল মিছিল বের করে আসু।

ওদিকে সারা তাই আহোম ছাত্ৰ সংস্থার(এটিএসইউ)ডিমৌ আঞ্চলিক কমিটি এবং তাই আহোম যুব পরিষদ(টিএওয়াইপি)রবিবার ক্যাবের বিরুদ্ধে ডিমৌ এএসটিসি বাস স্ট্যান্ডের কাছে প্ৰতিবাদে সোচ্চার হয়ে ওঠে। এটিএসইউ এবং টিএওয়াইপিএ-র কর্মীরা ডিমৌ চারালিতে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি,স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ,রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল ও মন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মার কুশপুতুল পোড়ায় রবিবার সন্ধ্যায়। সরকারের বিরুদ্ধে শ্লোগানও দেয় তারা। আসুর ডিমৌ শাখা এবং অন্যান্য সংগঠন বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে বিলের বিরোধিতায় পরিস্থিতি উত্তাল করে তোলে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Minister Himanta Bisha Sarma inspects Lachit Ghat in Guwahati

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com