চরম বিদ্যুৎ সংকটের মুখে মেঘালয়
শিলং: কয়েক দশক আগেও মেঘালয় ছিল একটা বিদ্যুৎ উদ্বৃত্ত রাজ্য। কিন্তু সেই মেঘালয় বর্তমানে চরম বিদ্যুৎ সংকটের মুখে পড়েছে। লোডশেডিং এখান রাজ্যের প্ৰতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের বিদ্যুৎ নিগম মেঘালয় এনার্জি কর্পোরেশন লিমিটেড(এমইইসিএল)বর্তমানে চরম অর্থ সংকটে ধুঁকছে।
এখানে উল্লেখ করা যেতে পারে যে আগে একটা সময়ে মেঘালয় অসম ও অন্যান্য পড়শি রাজ্যগুলোকে বিদ্যুৎ সরবরাহ করতো। কিন্তু সেই মেঘালয়কে রোজই দিনের বেলায় কমপক্ষে একঘণ্টা এবং রাতে তিন থেকে চার ঘণ্টা লোডশেডিঙের শিকার হতে হচ্ছে।
মেঘালয়ের বিদ্যুৎমন্ত্ৰী জেমস কে সাংমা শুক্ৰবার তাঁর অফিস চেম্বারে সাংবাদিকদের সঙ্গে এবিষয়ে কথা বলছিলেন।
‘মেঘালয় এনার্জি কর্পোরেশন লিমিটেড-এর ৬০০ কোটিও বেশি টাকা নর্থ ইস্টার্ন ইলেকট্ৰিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডকে(নিপকো)আদায় দেওয়া বাকি আছে। বকেয়া আদায় না দেওয়ায় নিপকো রাজ্যে বিদ্যুৎ সরবরাহে লাগাম টেনেছে’।
এমইইসিএলকে ঋণের দায় থেকে মুক্ত করা রাজ্য সরকারের পক্ষে খুবই কঠিন বলে স্বীকার করে তিনি বলেন,‘সরকারের সামনে বিভিন্ন আর্থিক সমস্যা থাকায় এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। যার দরুন নিপকো বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্ৰণ করেছে। তাই রাজ্যে লোডশেডিং চলছে’। মন্ত্ৰী আরও বলেন,তবে সমস্যার সুরাহা করতে সরকার যথাসাধ্য চেষ্টা করছে। এমইইসিএল-এর পক্ষে নিপকোর এই বিশাল অঙ্কের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া সম্ভব নয়-বলেন তিনি।
সাংমা বলেন,রাজ্য সরকার এমইইসিএল এবং নিপকোর সঙ্গে আলোচনা করছে। আশা করা হচ্ছে রাজ্যে লোডশেডিঙের সমস্যা হ্ৰাস করতে খুব শিগগিরই একটা সমাধান খুঁজে পাওয়া যাবে।