এনআরএল কুইক সোপিতে ২০ হাজারের বেশি টাকার সামগ্ৰী চুরি করে ধরা পড়ল মা-ছেলে

এনআরএল কুইক সোপিতে ২০ হাজারের বেশি টাকার সামগ্ৰী চুরি করে ধরা পড়ল মা-ছেলে
Published on

গুয়াহাটিঃ ‘বাপ নম্বরী বেটা দশ নম্বরী’ বলিউড ছবির কথা অনেকেই শুনে থাকবেন। ৯০ এর দশকে এই ছবিটি তৈরি হয়েছিল। ছবিতে অভিনয় করেছেন জ্যাকি শ্ৰুফ,কেদার খান,শক্তি কাপুর প্ৰমুখ। এখানে একটা ভিন্ন ঘটনার কথা বলতে যাচ্ছি যার সঙ্গে ওই ছবির দৃশ্যের অনেকটাই তালমিল রয়েছে। তবে যে ঘটনার কথা বলতে যাচ্ছি সেখানে পিতা ও পুত্ৰ নেই। রয়েছে মাও ছেলে। ওই মা ও ছেলে গুয়াহাটির এনআরএল কুইক সোপিতে ঢুকে ২০ হাজারের বেশি টাকার সামগ্ৰী চুরি করে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। কুইক সোপির ম্যানেজার সিসিটিভির ফুটেজ দেখে ওত পেতে থাকেন। এরপর মহিলাটি ওই একই দোকানে দ্বিতীয়বার সামগ্ৰী চুরি করার চেষ্টা করলে মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন।

স্টোরের ম্যানেজার জানান,৩১ মে রাত ৯টা নাগাদ প্ৰথমবার চুরির ঘটনাটি ঘটে। ওই দিন মা-ছেলে মিলে ১৫ হাজার টাকার সামগ্ৰী চুরি করেছিল। এরপর ৪ জুন মা-ছেলে মিলে ৭ হাজার টাকার সামগ্ৰী চুরি করে ধরা পড়ে যায় ম্যানেজারের হাতে।

ঘটনা সম্পর্কে দিশপুর থানায় রিপোর্ট করা হয়েছে। এরপর মা ও ছেলে লিখিত মুচলেখায় দোষ স্বীকার করে চুরি করা সামগ্ৰী ফিরিয়ে দিয়েছে। এরা বেঙ্গালুরু থেকে এখানে এসেছিল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com