জঙ্গি তৎপরতা সম্পর্কে বিশ্বস্ত সূত্ৰে খবর পাওয়ার পর সেনাবাহিনীর কোকরাঝাড় ইউনিট ১৫ জানুয়ারি জেলার দিঘলিপাড়া এলাকায় নজরদারি বাড়িয়ে তোলে। টহলদারির সময় ডেকাদামড়া এলাকায় সন্দেহভাজন এক সশস্ত্ৰ ব্যক্তিকে দেখতে পায় সেনারা। সেনা ইউনিট ওই যুবককে চ্যালেঞ্জ জানালে যুবকটি গুলি চালিয়ে পালাবার চেষ্টা করে। সেনাবাহিনীও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। সেনার গুলিতে আহত যুবকটি পরে মারা যায়। নিহত যুবকটিকে এনডিএফবি(এস)-এর স্বঘোষিত এরিয়া কমান্ডার জুয়েল নার্জারি ওরফে তামাং ওরফে জোয়ানম নামে পরে শনাক্ত করা হয়েছে। কট্টর জঙ্গি জুয়েল টাকা তোলা,সংগঠনে নতুন ক্যাডার নিযুক্তি এবং বিভিন্ন রাষ্ট্ৰ বিরোধী কাজে জড়িত ছিল বলে জানা গেছে।
তল্লাশি অভি্যানের সময় সেনারা সংঘর্ষ স্থল থেকে বিদেশে তৈরি একটি নাইন এমএম গ্লক পিস্তল,দুটো ম্যাগজিন ও গোলাবারুদ অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করেছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ক্যা এবং এনআরসি নিয়ে সমুজ্জ্বলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হিমন্ত
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch Bhogali Bihu preparation from Guwahati ahead 'Uruka' (Night before Magh Bihu)