বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হচ্ছেন তাসা ও বৈশ্য

বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হচ্ছেন তাসা ও বৈশ্য
Published on

গুয়াহাটিঃ অসমে রাজ্যসভার প্ৰার্থী কামাখ্যা প্ৰসাদ তাসা ও বীরেন্দ্ৰে প্ৰসাদ বৈশ্যর দাখিল করা মনোনয়নপত্ৰ বৈধ বলে জানিয়েছেন রাজ্য বিধানসভা সচিবালয়ের রিটার্নিং অফিসার। উল্লেখযোগ্য যে উভয় প্ৰার্থীই বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন রাজ্যসভায়।

বিজেপি তাসাকে নিজস্ব প্ৰার্থী হিসেবে দাঁড় করায়। পূর্ব সমঝোতা অনু্যায়ী শরিক দল অগপকে অন্য আসনটি ছেড়ে দেয় বিজেপি। তাই অগপ বীরেন্দ্ৰ প্ৰসাদ বৈশ্যকে এই আসনে প্ৰার্থী করে। এই দুজন ছাড়া আর কেউই রাজ্যসভার নির্বাচনের জন্য মনোনয়নপত্ৰ দাখিল করেননি। আগামিকাল বিকেলে এই দুজনের নির্বাচন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com