তামুলপুরঃ বুনো হাতির লাগাতার দৌরাত্ম্যে বাকসা জেলার তামুলপুর মহকুমার বৃহত্তর নাগ্ৰিজুলি এলাকায় মানুষ নিদ্ৰাহীন রাত কাটাতে বাধ্য হচ্ছেন। বিভিন্ন স্থানে জবরদখলের ফলে বুনো হাতিরা পর্যাপ্ত খাদ্য পাচ্ছে না। তাই খাদ্যের খোঁজে বুনো হাতির পাল পাহাড় থেকে নেমে ভারত-ভুটান সীমান্ত এলাকার গ্ৰামগুলোতে হানা দিচ্ছে। বুনো হাতিরা বরনদীর পারে আশ্ৰয় নিচ্ছে। সন্ধে নামতেই হাতিরা গ্ৰামে ঢুকছে আর তখনই বাঁধছে হাতি-মানুষের সংঘাত।
বুধবার রাতে বড়সড় একটা হাতির পাল গণেশপুর গ্ৰামে ঢুকে ৩০ বিঘারও বেশি জমির পাকা ধান খেয়ে ফেলে। স্থানীয় মানুষ অশেষ চেষ্টা করেও হাতি তাড়াতে ব্যর্থ হন। তারা টিন বাজিয়ে এবং আতশবাজি পোড়ান হাতি তাড়াতে। সকালের দিকে হাতির দল জয়পুর গ্ৰামে ঢুকে এবং ওখান থেকে পাহাড়ের দিকে যেতে শুরু করে। ওই সময় জয়পুর গ্ৰামের জনৈক নরেশ চন্দ্ৰ মণ্ডল(৬০)খেতের মাঠে যাচ্ছিলেন। ‘দলছুট একটি হাতি তখনই তাঁর ওপর হামলে পড়ে এবং ওখান থেকে চলে যায়। পরে স্থানীয় লোকেরা মণ্ডলকে সংকটজনক অবস্থায় দেখতে পান এবং তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। নাগ্ৰিজুলি পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুসলপুরে পাঠিয়ে দেয়।
এদিকে বুধবার ধনশিরি ডিভিশনের কাছে খলিংদুয়ার সংরক্ষিত বনাঞ্চলে হাতি এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে পা দিয়ে পিষে মারে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ তৃতীয় গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্ৰ উৎসবের উদ্বোধন করলেন সোনোয়াল
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch | Exceptional Step to counter Human-Elephant Conflict in Digboi