বৃষ্টির মধ্যে ঠাঁয়ে দাঁড়িয়ে কর্তব্য পালনের জন্য নগাঁওয়ের মহিলা ট্ৰাফিক কনস্টেবল সংবর্ধিত

বৃষ্টির মধ্যে ঠাঁয়ে দাঁড়িয়ে কর্তব্য পালনের জন্য নগাঁওয়ের মহিলা ট্ৰাফিক কনস্টেবল সংবর্ধিত
Published on

নগাঁওঃ নগাঁওয়ের পুলিশ সুপার-শঙ্করব্ৰত রাই মেধি বুধবার মহিলা ট্ৰাফিক কনস্টেবল রঞ্জুলা দেবীকে সংবর্ধনা জানান। গত ৯ সেপ্টেম্বর প্ৰচণ্ড বৃষ্টির মধ্যে নগাঁও শহরের হিম্মৎসিনকা পেট্ৰোল পাম্পের কাছে পথের পাশে দাঁড়িয়ে নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করার জন্যই কনস্টেবল রঞ্জুলা দেবীকে এই সংবর্শনা দেওয়া হয়।

রঞ্জুলা দেবী রহার বাসিন্দা। ২০১৯ সালের জানুয়ারিতে তিনি অসম পুলিশে যোগ দেন। এরপর চলতি বছরের ২৪ আগস্ট পুলিশের ট্ৰাফিক শাখায় কর্মরত হন তিনি।

প্ৰচার মাধ্যমের সঙ্গে কথা বলার সময় নগাঁওয়ের পুলিশ সুপার মেধি বলেন,‘ট্ৰাফিক কনস্টেবল রঞ্জুলা দেবী পুরো ট্ৰাফিক শাখার সামনে কর্তব্য পরায়ণতার এক বড় নজির রেখেছেন,কাজের প্ৰতি তাঁর ইতিবাচক ও নিয়মানুবর্তী মনোভাব নিশ্চিতভাবে শাখার অন্যান্য পুলিশ কর্মীদেরও উৎসাহিত ও অনুপ্ৰাণিত করবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কর্তব্য পালনে অবিচল থাকার জন্য শহরের নাগরিকরা সোশিয়াল মিডিয়ায় তাঁর প্ৰশংসা করেছেন এবং এটা বাস্তবিকই তাঁকে আরও অনুপ্ৰাণিত করবে। আর এরজন্যই নগাঁও পুলিশ আজ তাঁকে সংবর্ধনা জানানোর সিদ্ধান্ত নেয়। উল্লেখ করা যেতে পারে যে,সোশিয়েল মিডিয়ায় নগাঁও ট্ৰাফিক পুলিশের মহিলা কনস্টেবল রঞ্জুলা দেবীর বৃষ্টির মধ্যে কর্তব্য পালনের ছবি ভাইরাল হওয়ার পরই বিষয়টি নগাঁও পুলিশ বিভাগের নজরে আসে।

পরে অসম তথা দেশের স্টার স্প্ৰিন্টার এবং ধিং এক্সপ্ৰেস নামে খ্যাত হিমা দাসও তাঁর টুইটার পোস্টে রঞ্জুলা দেবীর কর্তব্য নিষ্ঠার প্ৰশংসা করেছেন।

উল্লেখ্য,এরআগে গুয়াহাটির একজন ট্ৰাফিক কনস্টেবল মিঠুন দাস গত ৩১মার্চ প্ৰচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে গুয়াহাটির একটি সদা ব্যস্ত পথে উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে ট্ৰাফিক নিয়ন্ত্ৰণ করার জন্য সমাদৃত হয়েছিলেন। গুয়াহাটির পুলিশ কমিশনার দীপক কুমার স্বয়ং মিঠুনের সাহসিকতা ও বুদ্ধিমত্তার প্ৰশংসা করে তাঁকে সমাদৃত করেছিলেন নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনের জন্য। মিঠুনের এই কর্তব্য নিষ্ঠার জন্য শুধু সোশিয়েল মিডিয়াই তাঁকে প্ৰশংসায় ভাসিয়ে দেয়নি,স্থানীয় এবং জাতীয় প্ৰচার মাধ্যমগুলো তাঁর কর্তব্য পরায়ণতার খবর ফলাও করে ছেপেছিল।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ট্ৰাফিক নীতি ভাঙলে মোটা অঙ্কের জরিমানা

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Nagaon Woman Traffic Constable Ranjula Devi receives accolade from SP

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com