অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সচেতনতা শিবির ডিমরিয়ায়

অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সচেতনতা শিবির ডিমরিয়ায়
Published on

ডিমরিয়াঃ সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর কী ভয়ঙ্কর পরিণতি হতে পারে,কার্বি আংলঙে নীলোৎপল,অভিজিতের বর্বর হত্যাকাণ্ড তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তারজন্য বৃহস্পতিবার ক্ষেত্ৰি থানা প্ৰাঙ্গণে স্থানীয় মানুষ,গ্ৰামরক্ষী ও স্থানীয় পুলিশ কর্মীদের উপস্থিতিতে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। ‘গুজব এবং অন্ধ বিশ্বাসের মতো সামাজিক অশুভ শক্তির বিরুদ্ধে প্ৰতিজন শিক্ষিত ব্যক্তিকে লড়াই করতে হবে’-বলেন ডিমরিয়া কলেজের অধ্যাপক মোহিনী মোহন ডেকা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com