গুয়াহাটিঃ স্থানীয় মানুষের জমির অধিকার সুনিশ্চিত করতে নতুন ভূমিনীতির খসড়া প্ৰস্তুতির কাজ সম্পূর্ণ হয়েছে এবং বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্ৰীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রাজস্ব বিভাগের একটি সূত্ৰ সেন্টিনেলকে একথা জানিয়ে বলেছে ‘নতুন ভূমিনীতি যাতে ২০১৮ সালেই কার্যকর হয় তার জন্য সমস্ত রকম প্ৰয়াস চলছে’।
১৯৮৯ সালের ভূমি নীতি অনুযায়ী রাজ্যের বর্তমান ভূমি নীতি পরিচালিত হচ্ছে। সেদিক থেকে নতুন ভূমি নীতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। সময় পাল্টানোর সঙ্গে এবং সামাজিক অর্থনৈতিক ক্ষেত্ৰে উন্নয়নের প্ৰেক্ষিতে বিশেষ করে স্থানীয় মানুষের অধিকার সুনিশ্চিত করতে নতুন ভূমিনীতি প্ৰণয়ন অনিবার্য হয়ে দাঁড়ায়।
সংশ্লিষ্ট জমির ক্ষেত্ৰে স্থানীয় মানুষের জন্য বহু প্ৰয়োজনীয় জমির অধিকারের ব্যবস্থা করতে নতুন ভূমিনীতি ২০১৮-র প্ৰতি প্ৰাথমিকভাবে আলোকপাত করা হয়েছে। উল্লেখ্য যে,স্থানীয়দের জমির অধিকার সংরক্ষণ করা বর্তমানের বিজেপি-অগপ ও বিপিএফ জোট সরকারের অবিচ্ছেদ্য অংশ। রাজস্ব বিভাগের দুজন কর্মকর্তাকে নিয়ে নতুন ভূমিনীতির জন্য ড্ৰাফটিং কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি নতুন ভূমিনীতির খসড়া প্ৰস্তুত করে সম্প্ৰতি তা মুখ্যমন্ত্ৰী সোনোয়ালের কাছে দাখিল করেছে।