অসমের কোকিলকন্ঠি গায়িকা আর নেই....!

অসমের কোকিলকন্ঠি গায়িকা আর নেই....!
Published on

অসমের কোকিল কন্ঠি গায়িকা দীপালি বরঠাকুর প্ৰয়াত হয়েছেন। গুয়াহাটির একটি বেসরকারি নার্সিংহোমে গতকাল রাত ১.২৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বহুদিন ধরে অসুস্থ ছিলেন দীপালিদি। বহু যোগজয়ী গানে প্ৰাণ ঢেলে কন্ঠদান করেছিলেন তিনি।

তাঁর মৃত্যুর ছড়িয়ে পরার পর রাজ্যের সর্বস্তরে শোকের ছায়া নেমে পরে। অসমিয়ার সঙ্গীত জগতের একটি সোণালী কন্ঠ হারিয়ে গেল। ‘সময় পালে আমার ফালে এবার আহি যাবা...’,‘সোণর খারু নেলাগে মোক বিয়ার বাবে আই....’এই গানগুলি গেয়ে দীপালিদির নাম চারিদিকে ছরিয়ে পড়েছিল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com