অসমের সংস্কৃতি বিশ্ব দরবারে পৌঁছনোর জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

অসমের সংস্কৃতি বিশ্ব দরবারে পৌঁছনোর জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর
Published on

গুয়াহাটি :"আই নদীর পারে অনুষ্ঠিত হওয়া দৈজিং উৎসবে সব জাতি-জনগোষ্ঠীর জনসাধারণের এক মিলন উৎসব হিসেবে পরিগণিত হয়েছে। এতে অংশ নেওয়া হাজার হাজার জনতার উপস্থিতি এই উৎসবের সম্মান বৃদ্ধি করেছে। আগামীদিনে রাজ্যের পাশাপাশি এই অঞ্চলের বিভিন্ন জাতি-জনগোষ্ঠী শান্তি-সম্প্রীতি অটুট রেখে আমাদের সংস্কৃতি বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। "---একথা বলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। গতকাল,শনিবার চিরাং জেলার আই নদী পার্কে অনুষ্ঠিত তৃতীয় দৈজিং উৎসবের তৃতীয় দিনের কার্যসূচিতে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী সনোয়াল। এতে ভাষণ প্রদান করতে গিয়ে তিনি বলেন ,নদীগুলি হচ্ছে অসমের জীবন রেখা। এই নদীর পারেই আমাদের সভ্যতা -সংস্কৃতি গড়ে উঠেছে। এই রাজ্য বরাক-ব্রহ্মপুত্রের মতো বৃহৎ নদী আছে। ব্রহ্মপুত্রের ১২১ টি উপনদী এবং বরাকের ১৬ টি শাখা নদী আমাদের আর্থ- সামাজিক তথা সাংস্কৃতিক জীবনে বিশেষ অবদান যোগাচ্ছে। বলেন ,এই কথা অনুধাবন করেই রাজ্য সরকার নমামি ব্রহ্মপুত্র ও নমামি বরাক -এর মতো উৎসবের আয়োজন করা হয়েছিল। এর মাধ্যমে যুব প্রজন্ম যাতে নদী সভ্যতা সংক্রান্তে অধ্যয়ন করতে পারে। উল্লেখ্য ,ওই অনুষ্ঠানের অংশ নেন বি টি সি প্রধান হাগ্রামা মহিলারি , মন্ত্রী চন্দন ব্রহ্ম,সাংসদ বিশ্বজিৎ দৈমারি,বিধায়ক প্রশান্ত ফুকন প্রমুখ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com