আদিবাসী সংস্থার বনধে ওদালগুড়িতে মিশ্ৰ সাড়া

আদিবাসী সংস্থার বনধে ওদালগুড়িতে মিশ্ৰ সাড়া
Published on

টংলাঃ সারা আদিবাসী সংস্থার(এএএসএএ)ডাকা সকাল থেকে সন্ধে অবধি বনধে সোমবার ওদালগুড়ি জেলায় মিশ্ৰ সাড়া পাওয়া গেছে। রাজ্যের আদিবাসীদের উপজাতির মর্যাদার(এসটি)দাবিতে এই বনধ ডেকেছিল তারা। টংলা,হাতিগড়,আটারিঘাট,কলাইগাঁও,রৌতা,মাজবাট ও ওরাং সহ জেলা সদরে এদিন ব্যবসা প্ৰতিষ্ঠান পুরোপুরি বন্ধ ছিল।

ভেরগাঁও ও খৈরাবাড়ির মতো বোড়ো অধ্যুষিত এলাকাগুলিতে বনধ সত্ত্বেও লোকজন স্বাভাবিক ভাবেই চলাফেরা করেছেন। ওদালগুড়ি জেলায় বনধ সমর্থকরা কিছু টায়ার জ্বালানো ছাড়া অপ্ৰীতিকর কোনও ঘটনা ঘটেনি। জেলায় এদিন বাণিজ্যিক যানবাহন চলেনি। বনধের সময় জেলার প্ৰধান শহরগুলিতে পুলিশ ও আধা সামরিক বাহিনীর টহল অব্যাহত ছিল। তবে বনধে স্বাভাবিক জীবন ব্যাহত হয় জেলার কিছু অঞ্চলে।

অসমের ছয় জনগোষ্ঠীকে উপজাতির মর্যাদা দেওয়া নিয়ে গত ৯ ফেব্ৰুয়ারি রাজ্যসভায় এ সংক্ৰান্ত বিলটি পাস না হওয়ায় আসা এই বনধের ডাক দেয়। ‘সংরক্ষণ আমাদের ন্যায্য অধিকার। আইনগতভাবে বিষয়টি গৃহীত এবং এর যথাযথ রূপায়ণ হলেই আমরা খুশি হবো। বিজেপি নির্বাচনের আগেই এব্যাপারে আদিবাসীদের কথা দিয়েছিল এবং আদিবাসীরাও বিজেপিকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিলেন। তবে বিজেপি যদি এসটি ইস্যু থেকে রাজনৈতিক ফায়দা তুলতে চায় তাহলে পরবর্তী নির্বাচনে আদিবাসীরা এর যোগ্য প্ৰত্যুত্তর দেবে। একথা বলেছেন আসার ওদালগুড়ি জেলার সভাপতি টিঙ্কু ওরাং।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com