আবারও কমল রান্নার গ্যাসের দাম

আবারও কমল রান্নার গ্যাসের দাম
Published on

আবারও কমল রান্নার গ্যাসের দাম৷ ব্যবধান এক মাসের। ডিসেম্বরের শেষে ভরতুকিযুক্ত গ্যাসের দাম কমল সিলিন্ডার প্রতি ৫ টাকা ৯১ পয়সা৷ ১২০ টাকা ৫০ পয়সা টাকা কমল ভরতুকিবিহীন গ্যাসের দাম৷ সোমবার মধ্যরাত থেকে কার্যকর এই নয়া দাম৷ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে এই খবর।

জুন মাস থেকে নভেম্বর পর্যন্ত ৬টি বৃদ্ধির জেরে ভরতুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বেড়েছিল ১৪.১৩টাকা। তারপর নভেম্বরে দাম কমে ৬.৫২ টাকা। পরপর দুবার দাম কমার ফলে প্রায় ৬ মাস আগের দামে ফিরে গেল রান্নার গ্যাস।

এর ফলে ভরতুকি-যুক্ত গ্যাসের দাম হবে ৪৯৫ টাকার মতো, ভরতুকিহীন গ্যাসের দাম হবে ৬৯০ টাকার মতো।

জানুয়ারিতে যারা ভরতুকিযুক্ত গ্যাস নেবেন, তারা ভরতুকি বাবদ ১৯৪ টাকা পাবেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com