আরবিআই-র কাজে হস্তক্ষেপের জন্য বিজেপির সমালোচনা ভুবনেশ্বরের

আরবিআই-র কাজে হস্তক্ষেপের জন্য বিজেপির সমালোচনা ভুবনেশ্বরের
Published on

মঙ্গলদৈঃ ‘বিজেপি সরকার রিজার্ভ ব্যাংকের মতো স্বশাসিত প্ৰতিষ্ঠানের কাজে বেআইনিভাবে হস্তক্ষেপ করে ভারতীয় গণতন্ত্ৰের সুনাম ক্ষুণ্ণ করেছে। এরই পরিপ্ৰেক্ষিতে আরবিআই-র গভর্নরের পদত্যাগ ভারতের মতো একটা গণতান্ত্ৰিক দেশে খুবই দুর্ভাগ্যজনক’। মঙ্গলবার মঙ্গলদৈয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন এই লোকসভা কেন্দ্ৰের কংগ্ৰেস প্ৰার্থী ভুবনেশ্বর কলিতা।

অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির প্ৰাক্তন সভাপতি কলিতা চারবার রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। তিনি বলেন,২০১৪ সালের নির্বাচনী প্ৰচারকালে বিজেপি দেশের মানুষকে যে প্ৰতিশ্ৰুতি দিয়েছিল তা তারা পালন করতে পারেনি। এই দল দেশবাসীকে সম্পূর্ণ প্ৰতারণা করেছে। এবার প্ৰচার সভায় প্ৰতিশ্ৰুতি নিয়ে সম্পূর্ণ নীরবতা পালন করে চলেছেন বিজেপি নেতারা। আর এমনটা হওয়ার কারণ হলো এবার নির্বাচনের আগে বিজেপি ইস্যুহীন হয়ে পড়েছে-উল্লেখ করেন কলিতা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com