এনআরসি নিয়ে ভুল তথ্যের প্ৰচার রুখতে শিক্ষকদের প্ৰতি আহ্বান সোনোয়ালের

এনআরসি নিয়ে ভুল তথ্যের প্ৰচার রুখতে শিক্ষকদের প্ৰতি আহ্বান সোনোয়ালের
Published on

গুয়াহাটিঃ রাজ্যে নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়নের বিরুদ্ধে যে সব গুজব ও ভুল তথ্য প্ৰচার করা হচ্ছে তা প্ৰতিরোধে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল শিক্ষক সম্প্ৰদায়ের সাহায্য চেয়েছেন। ‘সুপ্ৰিমকোর্টের সরকারি তদারকিতে এনআরসি নবায়নের কাজ চলছে এবং সেইহেতু এই প্ৰক্ৰিয়া অবাধ ও পরিচ্ছন্ন হবে বলেই আশা করা হচ্ছে।

খসড়ায় নাম না থাকলেও কারো শঙ্কিত হওয়ার কারণ নেই। কেউ তাদের হেনস্তা করবে না। এনআরসিতে নাম তোলার ঢালাও সু্যোগ থাকছে। কিন্তু তা সত্ত্বেও একটা গোষ্ঠী ভুল তথ্য প্ৰচার করে মানুষকে সন্ত্ৰস্ত করেছে’-বলেন সোনোয়াল। শঙ্করদেব কলাক্ষেত্ৰে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী এনআরসি সম্পর্কে ভুল তথ্য প্ৰচার রুখতে শিক্ষকদের প্ৰতি ওই আহ্বান জানান।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com